নতুন জুটি নিয়ে ‘রমকম’ বানাচ্ছেন পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য
‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’-র পর নতুন কাজ শুরু করছেন পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। তবে এবারে ছবি নয়, ওয়েব সিরিজ। ওয়েব দুনিয়ায় এই প্রথম পা রাখতে চলেছেন ‘বাকিটা ব্যক্তিগত’-র পরিচালক।
‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’–র পর নতুন কাজ শুরু করছেন পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। তবে এবারে ছবি নয়, ওয়েব সিরিজ। ওয়েব দুনিয়ায় এই প্রথম পা রাখতে চলেছেন ‘বাকিটা ব্যক্তিগত’–র পরিচালক।
কী নিয়ে বানাচ্ছেন সিরিজ? ইন্ডাস্ট্রি সূত্রের খবর, সিরিজের বিষয় এবার ‘রমকম’। মফস্বলের প্রেম নিয়ে ত্রিকোণ প্রেমের গল্প বুনছেন পরিচালক। তবে ওয়েব সিরিজ নিয়ে এখনই কিছু বলতে চান না তিনি। ফোনে ধরা হলে পরিচালক বলেন “ প্রাথমিকভাবে কথাবার্তা এগিয়েছে। কিন্তু এখনই বেশি কিছু এই নিয়ে বলতে পারব না।”
কাদের মধ্যে তৈরি হচ্ছে এই ত্রিকোণ প্রেম? শোনা যাচ্ছে নতুন এক জুটির কথা ভেবেছেন পরিচালক। অনুরাধা মুখোপাধ্যায়, সায়ন ঘোষ এবং শতাক্ষীকে নিয়ে একদম অন্যরকম প্রেমের গল্প ফেঁদেছেন তিনি। ‘তানসেনের তানপুরা’, ‘একেনবাবু’, ‘সোয়েটার’, ‘গুলদস্তা’ করার পর অনুরাধা এখন ইন্ডাস্ট্রিতে চেনা মুখ। সম্প্রতি স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে শিলাদিত্য মৌলিকের একটি হিন্দি ছোট ছবিতে অভিনয় করেছেন তিনি। আর সায়ন ঘোষ তো এখন বাঙালির ‘ঘরের ছেলে’। ‘টুম্পা সোনা’–র দৌলতে সায়ন এখন আট থেকে আশি, সবার মুখে মুখে। প্রদীপ্ত ভট্টাচার্যের সঙ্গে এটা তাঁর তৃতীয় কাজ। এর আগে পরিচালকের ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’তে ইন্দ্রনাথের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের প্রথম ছবি ‘বাকিটা ব্যক্তিগত’ জাতীয় পুরস্কার পেয়েছিল। প্রথম ছবি থেকেই অভিনেতা ঋত্বিক চক্রবর্তী এবং পরিচালকের সিনেম্যাটিক রসায়নে বুঁদ হয়েছিল বাঙালি। প্রদীপ্ত ভট্টাচার্যের ছবি মানেই ঋত্বিক চক্রবর্তী! বাঙালির অভ্যাস তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই কৌতূহল তুঙ্গে পরিচালকের প্রথম ওয়েব সিরিজে কি থাকছেন ঋত্বিক? সূত্রের খবর ঋত্বিক অভিনয় না করলেও বন্ধু পরিচালকের প্রোডাকশনের সঙ্গে উনি সব সময় আছেন।
আরও পড়ুন :‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র বলিউড পাড়ি, হিন্দিতে তৈরি হচ্ছে এই ছবি
শোনা যাচ্ছে এই মাসের শেষেই শুরু হবে শুটিং। কোনও এক মফস্বলেই হবে শুটিং। তবে কোন ওটিটি প্ল্যাটর্ফমে দেখানো হবে তা এখনও ঠিক হয়নি।