রাজ ও ছেলে ইউভানকে নিয়ে সিঁদুর খেললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়

Subhashree Ganguly: ছোট্ট ইউভানকে নিয়ে বেরিয়ে পড়লেন সকাল সকাল মাতৃপ্রতিমা বরণ করতে। লাল পাড় সাদা শাড়িতে ধরা দিলেন তিনি। পাঞ্জাবিতে রাজ চক্রবর্তী ও ইউভান। নিজের আবাসন আরবানাতে প্রতি বছরের মতোই ধরা দিলেন তিনি।

রাজ ও ছেলে ইউভানকে নিয়ে সিঁদুর খেললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2024 | 5:04 PM

শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পুজোর ছবি মুক্তির লড়াইয়ে নেই তিনি কিংবা রাজ চক্রবর্তী। তাই ব্যস্ততা খানিকটা কম। ফলে পুজো চুটিয়ে উপভোগ করছেন জুটি। মেয়ে ইয়ালিনি ও ছেলে ইউভানকে নিয়ে পুজোয় ব্যস্ত শুভশ্রী। পুজো মানেই তারকাদের বেশ কিছু কাজ থাকে। বিভিন্ন অনুষ্ঠান থেকে আসে ডাক। সেই তালিকা থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় যে বাদ পড়েন না, তা বলাই বাহুল্য। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি। তাই পুজোর অ্যালবামও বাদ থাকল না। এবার সিঁদুর খেলায় দেখা গেল রাজ শুভশ্রীকে।

ছোট্ট ইউভানকে নিয়ে বেরিয়ে পড়লেন সকাল সকাল মাতৃপ্রতিমা বরণ করতে। লাল পাড় সাদা শাড়িতে ধরা দিলেন তিনি। পাঞ্জাবিতে রাজ চক্রবর্তী ও ইউভান। নিজের আবাসন আরবানাতে প্রতি বছরের মতোই ধরা দিলেন তিনি। রাজ ও দুই সন্তানের সঙ্গে তুলে ছবি শেয়ার করেছেন তিনি। সেই ছবিতে ধরা দিয়েছিল বেশ মিষ্টি মুহূর্ত, যেখানে আইসক্রিমে মজে রয়েছে ছোট্ট ইউভান, আর তা কাড়তে ব্যস্ত তার বোন ইয়ালিনি। গোটা মুখে আইসক্রিম মেখে একাকার ইউভান। দুই ভাইবোনের ছবি দেখে সকলেই ভালবাসায় ভরালেন। এবারের দুর্গা পুজোর আমেজ খানিকটা আলাদা। উৎসবে ফিরলেন মানুষ ভোলেনি তিলোত্তমার কথা। সেই তালিকা থেকে বাদ পড়েননি শুভশ্রীও। পথে নেমে করেছেন প্রতিবাদ। সোশ্যাল মিডিয়ায় করেছেন পোস্ট। তাই পুজোটা তিনিও সকলের মতো শুধুই পুজোর মেজাজেই কাটাচ্ছেন।

কাজ আর পরিবার, বরাবরই এই দুইয়ের মধ্যে ব্যলন্স করেই চলেছেন শুভশ্রী। কাজের অবসরে তিনি সন্তানের সঙ্গেই সময় কাটান। শুভশ্রীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই সে সকল ছবি স্পষ্ট হয়ে যায়। কখনও ইউভানকে পড়াচ্ছেন, কখনও আবার তিনি সন্তানদের নিয়ে খেলায় ব্যস্ত। সেই সকল পোস্টকেই ভালবাসায় ভরিয়ে দেন ভক্তরা।