Subhashree Ganguly: ইউভান-রাজের সঙ্গে দেশ ছাড়লেন শুভশ্রী, ছুটি কাটাতে কোথায় হারালেন জুটি?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 17, 2023 | 6:26 PM

Viral Post: শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিমানবন্দর লুক ছিল বেশ নজর কাড়া। এখন চার মাসের অন্তঃসত্ত্বা তিনি। যদিও সেভাবে বোঝা গেল না বেবিবাম্প। 

Subhashree Ganguly: ইউভান-রাজের সঙ্গে দেশ ছাড়লেন শুভশ্রী, ছুটি কাটাতে কোথায় হারালেন জুটি?

Follow Us

শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী ঘুরতে বেশ পছন্দ করেন। সময় সুযোগ পেলে মাঝে মধ্যেই পরিবারকে নিয়ে বেরিয়ে পড়েন জুটি। প্রথম থেকেই তাঁদের সম্পর্কের সমীকরণ বেশ সুন্দুর। ছবির জগত, নিজের এলাকার দায়িত্ব পাশাপাশি পরিবার সবটাই বেশ পোক্ত হাতে সামলান পরিচালক তথা বিধায়ক। সদ্য তাঁরা পুরী থেকে ঘুরে এসেছেন। এবার পালা বিদেশ ট্রিপের। ইতিমধ্যেই ছোট্ট ইউভান ঘুরে ফেলেছে ইউরোপ। এবার পালা বালি ভ্রমণের। বিমান বন্দর থেকে একাধিক ছবি শেয়ার করেছিলেন তাঁরা। ঝড়ের গতিতে তা ভাইরাল হয় নেট দুনিয়ায়। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিমানবন্দর লুক ছিল বেশ নজর কাড়া। এখন চার মাসের অন্তঃসত্ত্বা তিনি। সেভাবে বোঝা গেল না বেবিবাম্প।

যদিও ঢিলেঢালা পোশাকই পরেছিলেন শুভশ্রী। অন্যদিকে ক্যাজুয়াল লুকে ধরা দিলেন রাজ। সঙ্গে ইউভান। সিঙ্গাপুর পৌঁছেও ছবি শেয়ার করলেন জুটি। সদ্য আবার প্রলয় ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন রাজ চক্রবর্তী। কবে মুক্তি পাবে ছবির ট্রেলার, সেই প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত রাজ চক্রবর্তী। যদিও ছবির টিজার ইতিমধ্যেই ঝড় তুলেছে ভক্ত মনে। অন্যদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এখন বেশ কিছুদিনের বিরতিতে রয়েছেন।

দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল সেই খবর। যদিও এখন তিনি ডান্স বাংলা ডান্স রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা নিয়ে ব্যস্ত। তারই মাঝে কিছুটা সময় করে এবার পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পারি দিলেন জুটি। শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রথমবার মা হওয়ার সময় বেশ মেদবহুল হয়ে গিয়েছিলেন। কিন্তু এবার এখনও তেমনটা দেখা গেল না। নিজেকে এখনও স্লিম লুকেই ধরে রেছেন শুভশ্রী। বোল্ড লুকে নিত্যদিন ছবি পোস্ট করছেন তিনি। এখন দেখার, বিদেশ থেকে জুটি কেমন ছবি শেয়ার করেন।

Next Article