‘একধাক্কায় এতটা কমিয়ে ফেললেন!’ মনোকিনীতে শুভশ্রীকে দেখে অবাক অনুরাগীরা
Subhashree Ganguly: কালো মনোকিনীতে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বসে রয়েছেন সুইমিং পুলে। আর উল্টো দিক থেকে ছেলে ইউভান জলের ছিটে দিচ্ছে মাকে। এমনই একটা ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমের পাতায়। এমনিতে শুভশ্রী এবং তাঁর পরিবারের ছবি দেখার জন্য অপেক্ষা করে থাকেন সকলে। দুই সন্তানকে নিয়ে সুখের সংসার শুভশ্রী এবং স্বামী রাজ চক্রবর্তীর।
কালো মনোকিনীতে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বসে রয়েছেন সুইমিং পুলে। আর উল্টো দিক থেকে ছেলে ইউভান জলের ছিটে দিচ্ছে মাকে। এমনই একটা ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমের পাতায়। এমনিতে শুভশ্রী এবং তাঁর পরিবারের ছবি দেখার জন্য অপেক্ষা করে থাকেন সকলে। দুই সন্তানকে নিয়ে সুখের সংসার শুভশ্রী এবং স্বামী রাজ চক্রবর্তীর।
তাঁদের হ্যাপি ফ্যামিলির ছবি অনেকের ভাল লাগার বিষয়। তবে এরই মাঝে অনুরাগীদের নজর গিয়েছে অন্য দিকে। মেয়ে হওয়ার মাত্র কয়েক মাসের মধ্য়ে অনেকটাই ওজন ঝরিয়ে ফেলেছেন নায়িকা। সেই দিকেই নজর পড়ল সবার। ইয়ালিনির জন্মের পর ওজন অনেকটাই বেড়ে গিয়েছিল নায়িকার। তার পর একটি সিনেমার শুটিংও করেছিলেন তিনি। রাজ চক্রবর্তী পরিচালিত ‘বাবলি’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। স্ক্রিনে তাঁকে দেখেও বোঝা গিয়েছিল যে তথাকথিত নায়িকার চেহারায় নেই তিনি।
View this post on Instagram
সম্প্রতি এক সাক্ষাত্কারে অভিনেত্রী জানান যে তিনি ফিট থাকায় বিশ্বাসী। চেহারা মোটা হোক কিংবা রোগা হোক তাতে কিছু এসে যায় না। তবে খুব অল্প সময়ের মধ্যে নায়িকার এই পরিবর্তন রীতিমতো প্রশংসনীয় তাঁর অনুরাগীদের কাছে। তাই তো এই ছবিতে মন্তব্যে ভরিয়ে দিয়েছেন ফ্যানেরা। কেউ লিখেছেন, “আপনাকে দেখে কেউ বলতে পারবে না যে দুই বাচ্চার মা।” আবার কেউ লিখেছেন, “এত সহজে ওজন কমালেন কী ভাবে?” আবার এক জন লিখেছেন, “একটু টিপস দেবেন কী ভাবে ওজন কমালেন?” যদিও কাউকে কোনও উত্তর দেননি নায়িকা। তবে অভিনেত্রী যে কঠোর নিয়ম মেনে চলছে তা তাঁর চেহারা দেখেই বোঝা যায়।