‘আমাদেরকে আগলে রেখেছেন…’, মন খারাপের মাঝেও কীভাবে কাটল সুদীপার পুজো?

Sudipa Chatterjee: এবছর পুজোয় আয়োজন কেমন ছিল? মন খারাপের মাঝে কীভাবে মাকে আগলে রেখেছিলেন এই চারটে দিন, সেই সব সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। 

'আমাদেরকে আগলে রেখেছেন...', মন খারাপের মাঝেও কীভাবে কাটল সুদীপার পুজো?
Follow Us:
| Updated on: Oct 16, 2024 | 8:16 PM

সুদীপা চট্টোপাধ্যায়, চলতি বছর হারিয়েছেন তাঁর মাকে। তবে বাড়ির পুজো তো আর বন্ধ রাখা যায় না। আরজি কাণ্ড, পারিবারিক শোক মিলিয়ে এবারের পুজোয় তাই ঘটা করে কিছু আয়োজন করেননি। তবে মায়ের পুজোয় কোনও খামতি রাখেননি তিনি বা তাঁর পরিবার। বিজয়া মিটতেই সেই ছবি আনলেন সামনে। কীভাবে কাটল চলতি বছরের পুজোটা? আয়োজনই বা কেমন ছিল, মন খারাপের মাঝে কীভাবে মাকে আগলে রেখেছিলেন এই চারটে দিন, সেই সব সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।

কী বললেন সুদীপা? 

‘বাড়িতে মা আসার আগে চলে আসেন ঢাকি ভাইরা। আলো দিয়ে পুরো বাড়ি সাজানো হয়। আর তারপর আসেন তিনি। অনেক যত্ন করে তাঁকে ওপরে তোলা হয়। আমরাও সেজে উঠি। আর তাঁকেও সাজিয়ে তুলি। তাঁর সমস্ত গয়নার লকার থেকে বের করে আনা হয়। তারপর তা দিয়ে সুন্দর করে মাকে সাজানো হয়। শুধু যে তিনি সাজবেন এমনটা তো নয়। মায়ের সঙ্গে বাপের বাড়ি আসেন সিংহমশাইও। সেও গয়নায় সেজে ওঠে মায়ের সঙ্গে পাল্লা দিয়ে। তাছাড়াও তাঁর ছেলে মেয়েরাও একইভাবে সুন্দর করে গয়নায় সেজে ওঠেন। আর আমরা জয় মা, জয় মা, জয় মা, বলতে থাকি।’

এরপরই তিনি ফিরলেন নিজের মাকে হারানোর যন্ত্রণায়। বললেন, ‘এবছর পুজোয় মাকে খুব মিস করছিলাম। মাথার ওপর ছাতা গুলো সরে গেলে যেরকমটা হয়। কিন্তু আমাদেরকে আগলে রেখেছেন জগজ্জননী মা। তাঁর জন্য ভোগ রান্না দিয়েই রমরম করে শুরু হয়ে গেল আমাদের পুজো। এল সপ্তমী, অষ্টমী, সন্ধি পুজো, নবমী আর তারপর এলো মন খারাপের সময়। মাকে অনেক আদর যত্ন করে বললাম আবার এসো মা। আসছে বছর আবার হবে। আয়না মুখ দেখে তবেই তিনি বাড়ি যান। তাঁকে অনেক আদর করে বলতে হয় আসছে বছর তোমাকে আবার অনেক ধুমধাম করে নিয়ে আসব।’