শুটিংয়ে যাওয়ার টাকা নেই, কানের দুল বিক্রি করেছিলেন সুদীপ্তা, তারপর?
তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে জড়িয়ে রয়েছেন সুদীপ্তার পর সৌম্য। সুদীপ্তা আগামী দিনে রাজনীতিতে আসবেন কিনা, বা তিনি কোনও পদের জন্য নির্বাচনে প্রার্থী হওয়ার স্বপ্ন দেখেন কিনা, সেসব প্রশ্ন ঘোরে। আগামী দিনে অভিনেত্রীর পথচলা কীরকম হয়, তার দিকে নজর থাকবে।

‘রাঙামতী তিরন্দাজ’ ধারাবাহিকে এই মুহূর্তে দেখা যাচ্ছে অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়কে। সুদীপ্তা বহু বছর ধরেই বাংলা ধারাবাহিকে কাজ করছেন। রাজনৈতিক ব্যক্তিত্ব সৌম্য বক্সীকে বিয়ে করেছেন সুদীপ্তা। ব্যক্তিগত জীবনেও সৌম্য-সুদীপ্তার রসায়ন নজরকাড়া। এখন বেশ ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। ‘রাঙামতী তিরন্দাজ’-ও টিআরপি-র নিরিখে ভালো ফল করছে।
তবে টলিউডে পা রাখার পর সুদীপ্তাকে বহু লড়াই করতে হয়েছে। তাঁর পরিবারের আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না। সে কথা ‘দিদি নম্বর ওয়ান’ শোয়ে এসে নিজেই বলেছেন সুদীপ্তা। তাঁর কথায়, ”আমার অভিনয় করার খুব ইচ্ছা ছিল। কিন্তু বাড়িতে কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত ছিল না। কীভাবে কী করতে পারি, তার জন্য অনেক চেষ্টা করতে হয়েছে। আমার মনে পড়ে, দু’ টো কানের দুল বিক্রি করে দিয়েছিলাম। না হলে শুটিংয়ে যাব কী করে? শুটিং করার পর টাকা পাবো। সেটা তো পেতে সময় লাগে।” মানে শুটিংয়ে পৌঁছানোর জন্য যে অর্থের প্রয়োজন ছিল বা যে প্রস্তুতির প্রয়োজন ছিল, তার জন্যই নিজের কানের দুল বিক্রি করে দিতে হয়েছিল সুদীপ্তাকে। পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর, এসব দিনের কথা মনে পড়লে সুদীপ্তার ভালোলাগে, সেটাই খোলসা করেছেন অভিনেত্রী।
তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে জড়িয়ে রয়েছেন সুদীপ্তার পর সৌম্য। সুদীপ্তা আগামী দিনে রাজনীতিতে আসবেন কিনা, বা তিনি কোনও পদের জন্য নির্বাচনে প্রার্থী হওয়ার স্বপ্ন দেখেন কিনা, সেসব প্রশ্ন ঘোরে। আগামী দিনে অভিনেত্রীর পথচলা কীরকম হয়, তার দিকে নজর থাকবে।
