ধারাবাহিকের ফ্লোরে বছরের প্রথম ঘূর্ণিঝড় ‘তাউটে’র হানা, লন্ডভন্ড হল সেট

জনপ্রিয় ধারাবাহিক 'ইয়ে রিস্তা ক্যায়া কেহলাতা হ্যায়'-এর সেট হল ক্ষতিগ্রস্ত। এই মুহূর্তে দাদরের শিলবাসায় ওই ধারাবাহিকের শুট হচ্ছিল।

ধারাবাহিকের ফ্লোরে বছরের প্রথম ঘূর্ণিঝড় 'তাউটে'র হানা, লন্ডভন্ড হল সেট
'তাউটে'র হানা
Follow Us:
| Edited By: | Updated on: May 17, 2021 | 3:23 PM

ঘূর্ণিঝড় তাউটে (Tauktae) শক্তি নিয়েই আছড়ে পড়ার আগেই গুজরাটের পোরবন্দর ও সংলগ্ন এলাকায় শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের হাত থেকেই রেহাই পেল না ধারাবাহিকের সেটও।

জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিস্তা ক্যায়া কেহলাতা হ্যায়’-এর সেট হল ক্ষতিগ্রস্ত। এই মুহূর্তে দাদরের শিলবাসায় ওই ধারাবাহিকের শুট হচ্ছিল। কিন্তু ‘তাঊটে’র কারণে ভেস্তে গেল শুট। প্রবল হাওয়ার উড়ে গেল চেয়ার টেবিল। ঘটনার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওই ধারাবাহিকের অন্যতম অভিনেতা করণ কুন্দ্রা।

বছরের প্রথম ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই ৭০-৭৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে শুরু করেছে মুম্বইয়ে। গুজরাটের উপকূলবর্তী ১৭টি জেলা থেকে ১ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে গুজরাট প্রশাসন। তাউটে আছড়ে পড়ার আগে শনিবার ও রবিবার একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন টেলিভিশন শোয়ের শুটিংয়ে আহত নিক জোনাস

মহারাষ্ট্রে লকডাউন ঘোষিত হওয়ার পরে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকের শুটিং রাজ্যের বাইরে করা হচ্ছিল। বেছে নেওয়ায় হয়েছিল গোয়া, আগ্রা, গুজরাট, হায়দরাবাদসহ জায়গাগুলি। অনুপমা, ইয়ে রিস্তা্‌…সহ ধারাবাহিকের শুট সরিয়ে নিয়ে আসা হয়েছিল শিলবাসায়। তাউটের হানায় সেটের বেশ বড় ক্ষতির আশঙ্কায় ধারাবাহিকের নির্মাতারা।