জম্মুতে আটক অক্ষয় কুমারের গাড়ি! খিলাড়ি কুমারের সঙ্গে কী ঘটল?
জম্মুতে এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকে পড়লেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। জম্মুর রাজপথেই আটক করা হল অভিনেতার গাড়ি। জম্মুর ট্র্যাফিকের এক কর্মকর্তা জানিয়েছেন, আইন ভেঙেছেন অক্ষয় কুমার।

জম্মুতে এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকে পড়লেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। জম্মুর রাজপথেই আটক করা হল অভিনেতার গাড়ি। জম্মুর ট্র্যাফিকের এক কর্মকর্তা জানিয়েছেন, আইন ভেঙেছেন অক্ষয় কুমার। আর সেই কারণেই তাঁর গাড়ি আটক!
কী আইন ভাঙলেন অক্ষয়?
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অক্ষয়ের গাড়ির জানালার কাচ কালো করা রয়েছে। যার ফলে বাইরে থেকে ভিতর দেখা যায় না। যা কিনা ট্র্যাফিক আইনকে উলঙ্ঘন করে। সেই কারণেই গাড়ি আটক করা হয়েছে এবং জানা গিয়েছে, অক্ষয় কুমারের বিরুদ্ধে প্রয়োজনীও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্রে খবর, অক্ষয় কুমারকে মোটা টাকা জরিমানা করা হয়েছে। টেনে খোলাও হয়েছে কাচের কালো আস্তরন। যদিও এই ঘটনার জন্য অক্ষয়ের কাজে কোনও বাধা পড়েনি। পুলিশের কথা মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বলেই আশ্বস্ত করেন বলিউডের খিলাড়ি কুমার।
