একটা ছোট্ট কড়ার খেসারত যে এভাবে দিতে হবে তা বোধহয় নিজেও ঠাওর করতে পারেননি টেলি অভিনেতা লোকেন্দ্র সিং। অবজ্ঞা করেছিলেন, আর তাতেই ঘটল বিপত্তি। হাঁটু থেকে পা বাদ দিতে হল বছর ৫০-এর ওই অভিনেতার।
মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে টানা ৫ ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর তাঁকে প্রাণে বাঁচানো গেলেও বাঁচানো যায়নি পায়ের অর্ধেক অংশ। অভিনেতার কথায়, “আমার পায়ে একটা কড়া হয়েছিল। আমি ফেলে রেখেছিলাম। সেখান থেকেই কী করে যেন ইনফেকশন হয়ে যায়। বোন ও ম্যারোতেও ছড়িয়ে পড়ে। যখন বুঝতে পারি ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়েছে অন্যান্য অংশেও। ডাক্তার জানালেন গ্যাংগ্রিন হয়ে গিয়েছে আমার”। অভিনেতা জানান, জীবন বাঁচাতে তাঁর কাছে তখন একটি উপায় ছিল আর তা হল পা বাদ।
লোকেন্দ্র আরও জানিয়েছেন বছর দশেক আগে তাঁর ডায়াবেটিস ধরা পড়ে। অভিনেতার জীবন, সময়ের নির্দিষ্ট বাঁধাধরা ছন্দ নেই, সেই কারণেই এই রোগের শিকার হয়েছিলেন তিনি, এমনটাই জানিয়েছেন অভিনেতা। সে কারণেই ঘা শুকোতেও দেরি হচ্ছিল। ফলস্বরূপ পা বাদ। এই মুহূর্তে মহামারির কারণে তাঁর আর্থিক অবস্থাও খুব একটা ভাল নেই বলে জানিয়েছেন অভিনেতা। জানিয়েছেন লকডাউনের আগে কাজ ভাল চললেও করোনাকালে তাঁকে নির্ভর করতে হয়েছে Cine & TV Artists Association (CINTAA)-র উপর। সেখান থেকেই সাহায্য পেয়েছেন তিনি। কাজে ফিরতে চাইলেও তা আর সম্ভব কিনা জানেন না অভিনেতা।
আরও পড়ুন- সৃজলা হাফ-মেক্সিকান, জন্মেছে ও দেশেই, তাও ওর বাংলা উচ্চারণে আমি মুগ্ধ: রোহন
ইয়ে হ্যায় মহব্বতে , যোধা আকবরের মতো জনপ্রিয় ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন অনুরাগ বসু পরিচালিত জগগা জাসুস ও সঞ্জয় লীলা বনশালীর মালাল ছবিতেও।