ওঁদের বন্ধুত্ব আজকের নয়…সেই কোন ছোটবেলায় দেখা হয়েছিল ওঁদের…সেখান থেকেই বন্ধুত্ব আর সিক্রেট শেয়ার। কথা হচ্ছে তৃণা সাহা ও স্বৈরিতি বন্দ্যোপাধ্যায়ের। ছোট পর্দার দুই চেনা মুখ। দুই ভিন্ন ধারাবাহিকে এই মুহূর্তে দু’জন কাজ করছেন। প্রযোজনা সংস্থা এক হলেও রয়েছে টিআরপি’র লড়াই। কিন্তু বন্ধুত্বে তার প্রভাব পড়েনি, সেই প্রমাণ মিলল আরও একবার। দেখা হল ওঁদের। তারপর?
একটি ভিডিয়ো শেয়ার করেছেন তৃণা, ইনস্টাগ্রাম রিল ভিডিয়ো। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে স্বৈরিতির সঙ্গে জমিয়ে নাচ করছেন তিনি। মিট ব্রোজ, আর জোনিতা গান্ধীর গলায় জনপ্রিয় গান ‘দিল কা টেলিফোন’…দু’জনেই রয়েছেন তাঁদের চরিত্রের সাজে। কোরিওগ্রাফি থেকে এক্সপ্রেশন– যেন পিকচার পারফেক্ট। জুটেছে প্রশংসাও। দুই পছন্দের অভিনেত্রীকে এক ফ্রেমে দেখে খুশি নেটিজেনও। কমেন্ট এসেছে, ‘নীলপাখি-গুনগুন মোমেন্ট’। ‘দেশের মাটি’ ধারাবাহিকে স্বৈরিতির নাম নীলপাখি– বিলেত ফেরত মেয়ে, যে রাজাকে ভালবাসে। অন্যদিকে গুনগুনের সঙ্গে দর্শকের আলাপ তৃণা আগেই করিয়েছেন। ধারাবাহিকে কিছু দিন আগেই বরের সঙ্গে আবার বিয়ে হয়েছে গুনগুনের। অন্যদিকে রাজার সঙ্গে মাম্পির বিয়ে হয়ে যাওয়ায় নীলপাখি এই মুহূর্তে বিরহিনী…।
প্রসঙ্গত, গত বছরই মা হয়েছেন স্বৈরিতি। অন্যদিকে এ বছরের গোড়াতেই বিয়ে করেছেন তৃণা। শুধু যে এই দুই নায়িকার মধ্যেই বন্ধুত্ব তা কিন্তু নয়, স্বৈরিতির স্বামী রোহিত ও তৃণার স্বামী নীলও বেশ ভাল বন্ধু। নীল-তৃণার বিয়েতে সেই প্রমাণ মিলেছিল আরও একবার। স্বৈরিতি যে অভিনয়ে ফিরছেন সে খবর আপনাদের প্রথম জানিয়েছিল টিভিনাইন বাংলাই। দুই আলাদা ধারাবাহিক, রয়েছে স্বচ্ছ প্রতিযোগিতা… তবু বন্ধুত্বের কাছে ফিকে হয় সব, সে প্রমাণ আরও একবার দিলেন ওঁরা দুই জন।
আরও পড়ুন- সৃজলা হাফ-মেক্সিকান, জন্মেছে ও দেশেই, তাও ওর বাংলা উচ্চারণে আমি মুগ্ধ: রোহন