AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tejasswi and Karan: লুকিয়ে বিয়ে সেরেছেন ‘বিগবস’ খ্যাত তেজস্বী ও করণ? গুঞ্জন তুঙ্গে

Karan Kundra Marriage: দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন এই সেলেব জুটি। প্রেম ও অভিনয় সবটাই করছেন চুটিয়ে। তেজস্বী বিগ বস ১৫-এর বিজয়ী। সম্প্রতি 'নাগিন ৬'-এ দেখা যাচ্ছে তাঁকে।

Tejasswi and Karan: লুকিয়ে বিয়ে সেরেছেন 'বিগবস' খ্যাত তেজস্বী ও করণ? গুঞ্জন তুঙ্গে
চাঁদের হাট
| Edited By: | Updated on: Aug 21, 2023 | 3:26 PM
Share

নতুন করে পরিচয় দেওয়ার দরকার নেই অভিনেত্রী তেজস্বী প্রকাশ ও অভিনেতা করণ কুন্দ্রার। বলিপাড়ার বেশ চর্চিত জুটি তাঁরা। তাঁদের রসায়ন সবসময়ই সোশ্যাল মিডিয়ার হটকেক। শোনা গিয়েছিল, খুব শ্রীঘ্রই চার হাত এক হবে তাঁদের। তবে তারই মাঝে শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। সম্প্রতি ইজরায়েলের কনসল জেনারেল তেজস্বীকে করণের স্ত্রী হিসেবে সম্বোধন করেছেন। তবে কি বিবাহিত তাঁরা? এই নিয়েই শুরু হয়েছে জোর গুঞ্জন।

সম্প্রতি ইজরায়েলের মুম্বই কনসল জেনারেল কব্বি শশানির সঙ্গে মুম্বইয়ে দেখা করেন করণ ও তেজস্বী। এরপরই এই সাক্ষাতের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কব্বি। সেলেব জুটি সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “করণ কুন্দ্রা একজন ভাল অভিনেতা ও ভালবাসার মতো মানুষ। আর ওঁর স্ত্রী তেজস্বী প্রকাশের সঙ্গে আলাপ করেও খুব ভাল লাগল। ” কনসল জেনারেলের এই পোস্টের পর করণ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, “আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। এতটা আপন করে নিয়েছিলেন যে ওটা আমাদেরই বাড়ি মনে হচ্ছিল। ” সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া এই পোস্টকে ঘিরেই দানা বাঁধছে গুঞ্জন। বলা ভাল, এর থেকেই দুইয়ে-দুইয়ে চার করছেন অনুরাগীরা। তেজস্বীকে কেন স্ত্রী বলে সম্বোধন করলেন তিনি? উঠছে প্রশ্ন।

দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন এই সেলেব জুটি। প্রেম ও অভিনয় সবটাই করছেন চুটিয়ে। তেজস্বী বিগ বস ১৫-এর বিজয়ী। সম্প্রতি ‘নাগিন ৬’-এ দেখা যাচ্ছে তাঁকে। নিজের মুখে সবটা খোলসা না করলেও শোনা গিয়েছিল খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। এরই মাঝে এমন একটা পোস্ট যেন আরও একটু উস্কে দিচ্ছে জল্পনাকে।