Idhika Pal: ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জেরবার ইধিকা, একটি অকেজো হলে খুলে যায় আরও অনেক

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 25, 2023 | 11:25 AM

Idhika Pal: ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হওয়া নতুন কিছু নয়। অনেক তারকাকেই এই সমস্যায় ভুগতে হয়। তাঁদের একাধিক ছবি এবং ভিডিয়ো নিয়ে তৈরি হয় ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। অনেক সময় পুলিশে অভিযোগ দায়ের হলেও সুরাহা হয় না। এই ভুয়ো অ্যাকাউন্ট নিয়েই জেরবার বাঙালি অভিনেত্রী ইধিকা পাল।

Idhika Pal: ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জেরবার ইধিকা, একটি অকেজো হলে খুলে যায় আরও অনেক
ইধিকা পাল।

Follow Us

বাংলা সিরিয়ালের অন্যতম মুখ ইধিকা পাল। সম্প্রতি বাংলাদেশে গিয়ে একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। সেই ছবির নাম ‘প্রিয়তমা’। সেই ছবিতে আবার শাবিক খানের নায়িকা হিসেবে অভিনয় করেছেন তিনি। বাংলাদেশে ব্লকবাস্টার হয়েছে ‘প্রিয়তমা’। কিন্তু এই ইধিকাই আবার জর্জরিত একটি সমস্যায়। তাঁর নাকি একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এবং সবকটি অ্যাকাউন্টই ভুয়ো। সাইবার সেলে নালিশ করেও তেমন সুরাহা হয়নি। সাইবার সেল থেকে অ্যাকাউন্টগুলি অকেজো করে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু পরপরই তৈরি হয়েছে আরও অনেক ফেইক অ্যাকাউন্ট। এ ব্যাপারে TV9 বাংলা কথা বলে ইধিকার সঙ্গে।

ইধিকা বলেছেন, “সোশ্যাল মিডিয়ায় আমার অনেকগুলো ফেইক অ্যাকাউন্ট জানেন। আমি খুবই বিড়ম্বনায় থাকি সেই কারণে। দেখে এক্কেবারে আমার নিজের অ্যাকাউন্ট বলে মনে হয়। মনে হয় আমি নিজে সেগুলো অপারেট করি। আপনাদের কাছে সেই অ্যাকাউন্ট থেকে খারাপ কিছু পোস্ট হয়ে থাকলে আমি নিজে ক্ষমা প্রার্থী। বলতে চাই, এর জন্য আমি দায়ী নই। এই নিয়ে পুলিশের সাইবার সেলে অভিযোগও জানিয়েছি। ওরা তৎপর হয়ে অনেকগুলি অ্যাকাউন্টকে অকেজো করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আবার তৈরি হয়েছে আমার একাধিক ফেইক অ্যাকাউন্ট।”

এ বছর মহালয়ার দিন TV9 বাংলাকে একটি একান্ত সাক্ষাৎকার দিয়েছিলেন ইধিকা। জানিয়েছিলেন, তিনি নিজেই নিজের নাম পাল্টেছিলেন একটা সময়। তাঁর আসল নাম টুম্বা পাল। ইধিকা নামটি তিনি নিজেই রেখেছিলেন। মা দুর্গার আর এক নাম ইধিকা। ‘কপালকুণ্ডলা’, ‘রিমলি’, ‘পিলু’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। নায়িকা এবং খলনায়িকা দুই ধরনের চরিত্রেই সমানতালে অভিনয় করেছেন ইধিকা।

Next Article
Rahul-Debadrita Relationship: ‘ভেসে গিয়েছিলাম প্রেমে’, দশমীতেই দেবাদৃতার সঙ্গে সম্পর্কের কথা সামনে আনলেন রাহুল
Rubel Das: হাসপাতালে ভর্তি রুবেল, ডেঙ্গির সঙ্গে লড়াই, শ্বেতাকে লিখলেন খোলা চিঠি