Aindrila Sharma: মেয়েকে ব্যবহার করে সহানুভূতি আদায়ের চেষ্টা! তুলোধনা ঐন্দ্রিলার মা’কে

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 18, 2023 | 8:03 PM

Aindrila Sharma: এই মুহূর্তে কলকাতায় এসেছেন ঐন্দ্রিলার মা। ক্যানসারে আক্রান্ত তিনিও। কলকাতার হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা।

Aindrila Sharma: মেয়েকে ব্যবহার করে সহানুভূতি আদায়ের চেষ্টা! তুলোধনা ঐন্দ্রিলার মাকে
মায়ের সঙ্গে ঐন্দ্রিলা।

Follow Us

সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলের মুখে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মা শিখা শর্মা। ‘অপরাধ’ মেয়ের ভেরিফায়েড প্রোফাইল ব্যবহার করছেন তিনি। দিন কয়েক আগেই ঐন্দ্রিলার প্রোফাইল থেকে সব্যসাচী চৌধুরী ও ঐন্দ্রিলার এক ছবি শেয়ার করেছিলেন তিনি। সেখানেই সকলকে সকালের শুভেচ্ছাও জানিয়েছিলেন শিখা দেবী। আর ওই পোস্ট ঘিরেই যত বিপত্তি। প্রথমত কে ওই প্রোফাইল ব্যবহার করছেন তা নিয়ে ছড়ায় বিভ্রান্তি। ঐন্দ্রিলার মা নিজের পরিচয় ফাঁস করার পরেও ট্রোলিং থামেনি। সব্যসাচীর ছবি শেয়ার করা নিয়ে এক ব্যক্তি লেখেন, “সব্যসাচী একজন রক্ত-মাংসের মানুষ। তাঁর দুঃখ কষ্ট ব্যথা বেদনা যেমন আছে তেমনি হাসি আনন্দ উল্লাস সবই আছে। তিনি নিজের জীবন টা নিজের মত কাটাতেই পারেন, সে অধিকার তাঁর আছে কিন্তু তাঁর জীবনকে ব্যতিব্যস্ত করে তোলার অধিকার আপনার নেই।” এখানেই শেষ নয়, অন্য এক ইউজার লেখেন, “আপনি আপনার দুঃখ আপনার নিজের একাউন্টের মাধ্যমেও পাঠাতে পারেন ‘মা’। স্মৃতি উস্কে সেন্টিমেন্ট ব্যবহার করে নাই বা।” এ সবেরই উত্তর দিয়েছেন শিখাদেবী। যে বা যারা সমালোচনা করছেন তাঁদের জন্য শিখাদেবীর বক্তব্য, “আমি তো একজন সন্তানহারা মা এমন কথা লিখ না যাতে আমি কষ্ট পাই, তোমার ভাল না লাগলে ইগনোর করে যাও সেটাই ভাল হবে।”

এই মুহূর্তে কলকাতায় এসেছেন ঐন্দ্রিলার মা। ক্যানসারে আক্রান্ত তিনিও। কলকাতার হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। কেন হঠাৎ করে ঐন্দ্রিলার প্রোফাইল ব্যবহার করা শুরু করলেন শিখাদেবী? টিভিনাইন বাংলার কাছে এ নিয়ে আগেই মুখ খুলেছিলেন তিনি। তিনি জানিয়েছিলেন বহুদিন যাবৎ ঐন্দ্রিলার প্রোফাইল নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। তা যাতে পুরোপুরি বন্ধ হয়ে না যায় সেই কারণেই তা সচল করার প্রয়াস তাঁর। তিনি জানিয়েছিলেন ঐন্দ্রিলার ফোন নম্বরটিও সক্রিয় করেছেন তিনি। মেয়ের স্মৃতি বাঁচিয়ে রাখার এ এক আন্তরিক প্রচেষ্টা।

Next Article