Amitabh Bachchan: ‘আমি নাচতে পারি না’, শুটিং সেটের কোন ঘটনা আজও ভাবায় বিগ বি-কে

Bollywood Gossip: অমিতাভ একদিন বলিউডে রাজত্ব করবেন। তাই হয়েছে। যদিও কটাক্ষের মুখে তাঁকে কম পড়তে হয়নি। কখনও শুনতে হয়েছে তিনি নাচতে পারেন না, কখনও আবার শুনতে হয়েছে অভিনয় নিয়ে খোটা। বর্তমানে কৌন বানেগা ক্রোড়পতি রিয়েলিটি শো-এর সঞ্চালনার কাজে ব্যস্ত রয়েছেন তিনি।

Amitabh Bachchan: 'আমি নাচতে পারি না', শুটিং সেটের কোন ঘটনা আজও ভাবায় বিগ বি-কে
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2023 | 9:28 AM

অমিতাভ বচ্চন, বলিউডের শাহেনশাহ, দীর্ঘ ৫০ বছর ধরে বলিউডের যিনি দাপটের সঙ্গে রাজত্ব করছেন। তাঁর সিনে পাড়ায় সফরটা খুব একটা সহজ ছিল না। প্রথম যখন তিনি অভিনয় এসেছিলেন, তাঁর উচ্চতার জন্য প্রাথমিকভাবে রীতিমত ধাক্কা খেতে হয়েছিল। এরপর শুরু হয় সুপারস্টারদের সঙ্গে ময়দানে টিকে থাকার লড়াই। যদিও প্রথম থেকে জয়া ভাদুরি বিশ্বাস করতেন অমিতাভ একদিন বলিউডে রাজত্ব করবেন। তাই হয়েছে। যদিও কটাক্ষের মুখে তাঁকে কম পড়তে হয়নি। কখনও শুনতে হয়েছে তিনি নাচতে পারেন না, কখনও আবার শুনতে হয়েছে অভিনয় নিয়ে খোটা। বর্তমানে কৌন বানেগা ক্রোড়পতি রিয়েলিটি শো-এর সঞ্চালনার কাজে ব্যস্ত রয়েছেন তিনি।

সেখানে পারিবারিক সপ্তাহে নানান পরিবারের মুখোমুখি হচ্ছেন অভিনেতা। কখনও শুনছেন তাঁদের নানা অভিজ্ঞতার কথা, কখনও আবার নিজেই শেয়ার করছেন নিজের কেরিয়ারে কঠিন লড়াইয়ের কথা। যে অমিতাভ বচ্চন এখন হালকা শরীর দোলালেই শত শত ভক্ত মনে ঝড় ওঠে, তাঁকেই একবার নাচের জন্য রীতিমতো তিরস্কার হতে হয়েছিল। ৮০ দশকের সেই ছবির নাম নামাক হালাল। সেখানে ‘পদঘুঙরু বাজে’ গানে নাচতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয়েছিল তাঁকে। যিনি কোরিওগ্রাফার ছিলেন তিনিও রীতিমতো বিরক্ত হয়ে গিয়েছিলেন অমিতাভের উপর। অমিতাভ বচ্চন নিজেই জানালেন তিনি নাচতে পারেন না, সেই কারণেই এই গানের সঙ্গে পা মেলাতে তাকে রীতিমতো বেগ পেতে হয়েছিল। বাপি লাহিড়ী সঞ্চালিত এই গান গেয়েছিলেন কিশোর কুমার। পর্দায় এই গান জনপ্রিয় হলেও এই গানের শুটিং দৃশ্য যে মোটেও সুখকর ছিল না, তা নিজে মুখেই স্বীকার করলেন অমিতাভ বচ্চন।