Amitabh Bachchan: নিয়মিত বাথরুম পরিষ্কার করতেন অমিতাভ বচ্চন…

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 16, 2023 | 7:10 PM

Amitabh on Washing Utensils: আসলে তিনি তারকা। কেবল তাই নয়, তিনি মহা তারকা। বলিউডের শাহেনশাহ। যাঁকে অনেকে বিগ বি বলেও ডাকেন। থাকেন জলসার মতো বিলাসবহুল বাংলোতে। এবং সেখানে থাকেন বলে তিনি সাধারণ কাজকর্ম করবেন না, এমনই ধারণা সাধারণ মানুষের। অমিতাভ জানিয়েছেন, তিনি নিয়মিত বাড়ির কাজ করেন। বাথরুম পরিষ্কার করা, বাথরুমের সিঙ্ক পরিস্কার করা, বাসন পরিষ্কার করা, এসবই করেছেন অমিতাভ। তা তিনি স্বীকার করতে কুণ্ঠিত নন। লজ্জিতও নন। এসব কিছু করাকে তিনি খুব স্বাভাবিক বলে মনে করেন।

Amitabh Bachchan: নিয়মিত বাথরুম পরিষ্কার করতেন অমিতাভ বচ্চন...
কেরিয়ারে এমন অনেক উপহারই পেয়েছেন অমিতাভ বচ্চন। যা খুব যত্নের সঙ্গে রেখেছেন তিনি। একবার ব্লগে লিখেছিলেন অমিতাভ, 'ভক্তদের দেওয়া ছোট্ট একটা চিঠিও আমি যত্নে রেখে দেওয়ার চেষ্টা করি।' তবে অমিতাভের জীবনে এখনও পর্যন্ত পাওয়া সেরা উপহার এই বাংলোটিই। একাধিক সাক্ষাৎকারে তা বারবার স্বীকার করেন বিগ বি।

Follow Us

নিয়মিত বাথরুম পরিষ্কার করি আমি। কেন করব না। এদিকে মানুষের ধারণা তিনি সেসব কিছুই করেন না হয়তো। বিখ্যাত বলে… এই ধারণা শুনে অমিতাভ স্তম্ভিত। তাঁর বক্তব্য, তিনি নিয়মিত বাথরুমের বেসিন পরিষ্কার করেন এবং এটা করাই তাঁর কাছে স্বাভাবিক। ‘কউন বনেগা ক্রোড়পতি’তে এসে দর্শকের এমন প্রশ্নের উত্তরই দিয়েছেন অমিতাভ। দর্শকের জিজ্ঞাসাতে তিনি বেশ অবাকই হয়েছেন। এবং পাল্টা প্রশ্ন করেছেন, “আপনাদের কেন মনে হয় আমি এই ধরনের কাজ করব না।”

আসলে তিনি তারকা। কেবল তাই নয়, তিনি মহা তারকা। বলিউডের শাহেনশাহ। যাঁকে অনেকে বিগ বি বলেও ডাকেন। থাকেন জলসার মতো বিলাসবহুল বাংলোতে। এবং সেখানে থাকেন বলে তিনি সাধারণ কাজকর্ম করবেন না, এমনই ধারণা সাধারণ মানুষের। অমিতাভ জানিয়েছেন, তিনি নিয়মিত বাড়ির কাজ করেন। বাথরুম পরিষ্কার করা, বাথরুমের সিঙ্ক পরিস্কার করা, বাসন পরিষ্কার করা, এসবই করেছেন অমিতাভ। তা তিনি স্বীকার করতে কুণ্ঠিত নন। লজ্জিতও নন। এসব কিছু করাকে তিনি খুব স্বাভাবিক বলে মনে করেন।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে থাকতে পারছে না অমিতাভ বচ্চন। অন্যতম কারণ তাঁর স্বাস্থ্য। শারীরিক কারণে কলকাতায় আসতে পারছেন না ডিসেম্বরে। সেই সময়ই পালিত হবে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যদিও আগস্ট মাসে রাখি পড়াতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন তাঁকে। তবে সম্প্রতি জানে গিয়েছে, অমিতাভ থাকতে পারবেন না। যদিও তাঁর স্ত্রী বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন উপস্থিত থাকবেন ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

Next Article