অনস্ক্রিন আড়ি, অফস্ক্রিন অন্বেষা এবং মিশমির কেমন সম্পর্ক?
Bengali serial: অন্বেষা হাজরা এবং মিশমি দাস। একে অপরকে জড়িয়ে ধরে ছবি তুলতে তাঁদের জুড়ি মেলা ভার। কাজের বাইরে তাঁরা বন্ধুত্বের সম্পর্কই শেয়ার করেন।
ঊর্মি আর রিনির মোটই ভাব নেই। ত্রিকোণ প্রেমের গল্পে মাঝে রয়েছেন টুকাইদা। টুকাইদা তো হঠাৎই ঊর্মিকে বিয়ে করে ফেলেছেন। রিনির আর পাওয়া হল না টুুকাইদাকে। এর পরেও কি আর ঊর্মির সঙ্গে ভাল সম্পর্ক রাখা সম্ভব? একেবারেই নয়।
ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’ যদি আপনি দেখেন, তা হলে এই সব চরিত্রই আপনার চেনা। কিন্তু অনস্ক্রিন ঊর্মি এবং রিনিকে আপনি যেমন দেখেন, অফস্ক্রিনে তাঁদের সম্পর্কটা কিন্তু একেবারেই আলাদা। তাঁরা অর্থাৎ অভিনেত্রী অন্বেষা হাজরা এবং মিশমি দাস। একে অপরকে জড়িয়ে ধরে ছবি তুলতে তাঁদের জুড়ি মেলা ভার। কাজের বাইরে তাঁরা বন্ধুত্বের সম্পর্কই শেয়ার করেন। তেমন ইঙ্গিত পাওয়া গেল দুই অভিনেত্রীর সোশ্যাল পোস্টে।
View this post on Instagram
এ প্রসঙ্গে TV9 বাংলাতে মিশমি বললেন, “আমাদের অফস্ক্রিন সম্পর্ক খুবই ভাল। একেবারেই অনস্ক্রিনের মতো নয়। আর রিনি চরিত্রটা খুবই মজার। কমেডি ড্রামা। টিপিক্যাল নেগেটিভ চরিত্র নয়। ফলে আলাদা। কাজটা করতে বেশ ভাল লাগছে।”
বর্ধমানের অন্বেষা যোগমায়া দেবী কলেজ থেকে সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন। এর আগে ‘কাজললতা’, ‘বৃদ্ধাশ্রম’, ‘চুনি পান্না’র মতো ধারাবাহিকে তাঁর অভিনয় দেখেছেন দর্শক। ‘ঠাকুমার ঝুলি’, ‘জয় কালী কলকাত্তাওয়ালি’তে একটা করে গল্পে কাজ করেছিলেন। ‘এই পথ যদি না শেষ হয়’ তাঁর চতুর্থ ধারাবাহিক। প্রতি মুহূর্তে কাজ শেখার সুযোগ পাচ্ছেন বলে জানালেন। আবার মিশমিও চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন। তাঁর পারফরম্যান্স ভাল লাগছে দর্শকের।
লকডাউন জনিত কারণে মাঝে প্রায় দু’সপ্তাহ বন্ধ ছিল এই ধারাবাহিক। শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাওয়ায় তা নিঃসন্দেহে বড় ধাক্কা ছিল। সে সময় TV9 বাংলাকে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার বলেছিলেন, “এটুকু বলতে পারি, ধামাকা আসছে। দর্শক যা আশা করেন, যে এক্সপেকটেশন নিয়ে দেখতে আসেন, তার থেকে বেশি কিছু পাবেন।” টিআরপির তালিকা প্রমাণ করে দিচ্ছে, স্বর্ণেন্দু যে আশা দিয়েছিলেন, তা পূরণ করার চেষ্টা করছেন।
আরও পড়ুন, ‘ভাল মা’ হয়ে ওঠার দাবি ও ইচ্ছেয় নারীর ‘আমি’ কতটা? সেলেব-মা থেকে বিশেষজ্ঞরা যা বললেন…
আরও পড়ুন, ‘কালিকাদাকে সামনে রেখেই কাজ করছি’, ‘দোহার’-এর জন্মদিনে বললেন রাজীব