অর্জুন কাপুর ও নেহা স্বামী, দুজনে দীর্ঘ দিন প্রেমের সম্পর্কের পর বিয়ে করেছিলেন ২০১৩ সালে। তবে বিয়ের এক বছরের মাথায় হঠাৎই জানতে পারেন নেহা তিনি মা হতে চলেছেন। কথাটা শোনা মাত্র মাথায় আকাশ ভেঙে পড়েছিলেন। ভয়ানক পরিস্থিতির কথা স্মার্ট জোরিতে শোনাতে চলেছেন অর্জুন বিজলানি। হিন্দি টেলিভিষণের দুনিয়ায় হোক বা বিভিন্ন রিয়ালিটি শো মারফত অর্জুনের ভক্তেদর সংখ্যা নেহাতই কম নয়। বারে বারে তাঁকে ফিরে পাওয়া ছোট পর্দায়।
সেই সেলেবের জীবনে জড়িয়ে থাকা কঠিন লড়াইয়ের কথাই তিনি শেয়ার করে নিয়েছিলেন এবার নয়া শো-তে। সামান্য প্রোমোতেই বিষয়টা হয়ে উঠল স্পষ্ট। অর্জুন জানালেন,- ২০১৪ সালে হঠাৎই জানতে পারলাম আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, তখন হাতে তেমন কোনও কাজও নেই। কীভাবে সবটা চালাবো ভেবে পাচ্ছিলাম না। কিন্তু পরিস্থিতি সামাল দিতে গেলে যে অর্থের প্রয়োজন, সে চিন্তাও মাথা থেকে বেরচ্ছিল না। সবটা বুঝিয়ে বলি স্ত্রীকে। যে বিয়ের সবে মাত্র এক বছর হয়েছে। আমি সন্তানের জন্য প্রস্তুত নই। স্ত্রীর চোখ ছল ছল করে ওঠে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়েছিল মাত্র ৪০ থেকে ৫০ হাজার টাকা। সন্তানের জন্ম মানে অনেক বড় দায়িত্ব। স্ত্রীকে সঙ্গে করে নিয়ে গেলাম হাসাপাতালে।
ব্যস, এখানেই শেষ, পরের কথা টুকু এপিসোডের জন্য তোলাই থেকে যায়। আর তাই তারপর কি হয়েছিল অজানাই থেকে গিয়েছে। যদিও বাস্তবটা সকলের জানা। ২০১৫ সালে ২১ জানুয়ারি তাঁদের একটি পুত্র সন্তান হয়েছিল, নাম আয়ান, তবে কীভাবে না থেকে পরবর্তীতে সিদ্ধান্ত হ্যাঁ হল, তাই এখন জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ভক্তমহল।
আরও পড়ুন- Oscar 2022: অস্কার স্মৃতিচারণে থাকল না লতা মঙ্গেশকরের নাম, প্রতিবাদে গর্জে উঠল নেটপাড়া
আরও পড়ুন- Shocking News: বাস্তু মানেন সলমন! সেই কারণেই কি আজও অবিবাহিত তিনি! রহস্য ফাঁস করলেন নিজেই