রাহুল নন, ভাস্বরের সঙ্গেই প্রথম জুটি বেঁধে ‘হিট’ হয়েছিলেন প্রিয়াঙ্কা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 12, 2021 | 7:00 PM

এক টেলিভিশন চ্যানেলে লকডাউনের মরসুমে পুনঃসম্প্রচারিত হতে চলেছে ভাস্বর এবং প্রিয়াঙ্কার অনেক পুরনো এক টেলিফিল্ম। টেলিফিল্মের নাম 'মাল্যদান'।

রাহুল নন, ভাস্বরের সঙ্গেই প্রথম জুটি বেঁধে হিট হয়েছিলেন প্রিয়াঙ্কা
ভাস্বর-প্রিয়াঙ্কা

Follow Us

সে অনেকদিনের কথা। ভাস্বর চট্টোপাধ্যায়ের তখন তরুণ-তুর্কি। অন্যদিকে আজকের হ্যাপেনিং প্রিয়াঙ্কা সরকার তখন স্কুলছাত্রী। একসঙ্গে বহু টেলিফিল্মে অভিনয় করেছেন ওঁরা, জুটি বেঁধে। সেই জুটি নাকি হিটও হয়েছিল, সে কথা জানিয়েছেন খোদ ভাস্বরই।

এক টেলিভিশন চ্যানেলে লকডাউনের মরসুমে পুনঃসম্প্রচারিত হতে চলেছে ভাস্বর এবং প্রিয়াঙ্কার অনেক পুরনো এক টেলিফিল্ম। টেলিফিল্মের নাম ‘মাল্যদান’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মাল্যদান’ অবলম্বনেই বানানো হয়েছিল সেই টেলিফিল্মটি। ভাস্বর-প্রিয়াঙ্কা ছাড়াও ওই টেলিফিল্মে রয়েছেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য। তিনি অভিনয় করেছিলেন ভাস্বরের দিদির চরিত্রে। অন্যদিকে ভাস্বরের বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা। এখনকার প্রিয়াঙ্কার সঙ্গে বেশ কয়েক বছর আগের ওই প্রিয়াঙ্কার আকাশপাতাল ফারাক।


নস্টালজিয়ায় ভেসে গিয়ে ভাস্বর লিখেছেন, “কত স্মৃতিই না ভেসে আসে যখন এই সব পুরনো জিনিসগুলি দেখি। ছবিটি পরিচালনা করেছিলেন মণীশ ঘোষ। প্রিয়াঙ্কা এবং আমি সে সময় হিট জুটি ছিলাম। একসঙ্গে ৭ খানা প্রজেক্ট করেছি।” যদিও ভাস্বর জানান, এখনও পর্যন্ত রূপা ভট্টাচার্যর সঙ্গে ওই একটি কাজই করেছেন তিনি।

আরও পড়ুন- ‘তাড়াতাড়ি করে ফেলব…’, ইমনকে কুৎসিত আক্রমণ, পাল্টা জবাব গায়িকারও

রাহুল ভট্টাচার্যের সঙ্গে প্রিয়াঙ্কার প্রথম ছবি ‘চিরদিনই…’ আজও লোকের মুখে মুখে। তাঁদের অনস্ক্রিন সম্পর্কে ভক্তরা ভোলেনি আজও। তবে রাহুলের আগেও ছোট পর্দায় ভাস্বরের সঙ্গে জুটি বেঁধে যে মন জয় করেছিলেন প্রিয়াঙ্কা, সে কথা আরও একবার স্মৃতিতে উস্কে দিলেন ভাস্বর।

Next Article