‘বোল্ড সিনে সমস্যা নেই, তবে এক্সট্রিম হলে চলবে না’, বললেন গীতশ্রী

Geetashree Roy: মন ফাগুন’ ধারাবাহিকে গীতশ্রীর চরিত্রের নাম ‘রুষা’। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শন এবং সৃজলা। শন-এর দিদির চরিত্রে রয়েছেন গীতশ্রী।

‘বোল্ড সিনে সমস্যা নেই, তবে এক্সট্রিম হলে চলবে না’, বললেন গীতশ্রী
গীতশ্রী রায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2021 | 4:13 PM

প্রায় এক বছর টেলিভিশনে তাঁকে দেখেননি দর্শক। না! অন্য কোনও কারণ নয়। লকডাউনের কারণে কাজ বন্ধ ছিল। তা ছাড়া পছন্দ মতো চরিত্রেও সুযোগ পাচ্ছিলেন না। তিনি অর্থাৎ অভিনেত্রী গীতশ্রী রায়। এক বছরের বিরতি কাটিয়ে ফের ফিরেছেন টেলি পর্দায়। সৌজন্যে ধারাবাহিক ‘মন ফাগুন’।

‘মন ফাগুন’ ধারাবাহিকে গীতশ্রীর চরিত্রের নাম ‘রুষা’। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শন এবং সৃজলা। শন-এর দিদির চরিত্রে রয়েছেন গীতশ্রী। এ প্রসঙ্গে TV9 বাংলাকে তিনি বললেন, “শন, সৃজিলা ওদের বন্ডিংয়ের মাঝে দাঁড়িয়ে আছে এই চরিত্রটা। ইন আ গুড সেন্স। মিষ্টি ক্যারেক্টার। অনেক ফ্ল্যাশব্যাক মোমেন্ট আছে। ব্যাকস্টোরি আছে। চরিত্রটি প্রতিবন্ধীর। দুটো পা অ্যাকসিডেন্টে চলে যায়। সে সব নিয়ে ফ্ল্যাশব্যাক মুহূর্ত আছে অনেক।”

View this post on Instagram

A post shared by ?????????? ℝ??? (@geet_roy)

গীতশ্রী এর আগে শেষ কাজ করেছেন ‘নিশির ডাক’ ধারাবাহিকে। এ ছাড়া ‘লোকনাথ’-এর একটি গল্পে অভিনয় করেছিলেন। এর মধ্যে ওয়েবের অফারও এসেছিল। তা গ্রহণ করেননি কেন? গীতশ্রী বললেন, “ওয়েবের অফার এসেছিল। সেগুলোতে কমফর্টেবল ছিলাম না। বোল্ড সিন ছিল, এক্সট্রিম। আমার বোল্ড সিনে সমস্যা নেই, তবে এক্সট্রিম হলে চলবে না। নেক্সট জেনারেশন তো ওয়েবের উপরই বেঁচে থাবে। ধারাবাহিকের তুলনায় লুক, স্টোরি সবই আলাদা। পছন্দের চরিত্র পেলে নিশ্চয়ই আবারও ওয়েবে কাজ করব।”

‘মন ফাগুন’-এর সেটে সম্পূর্ণ রূপে কোভিড বিধি মেনে কাজ হচ্ছে বলে জানালেন গীতশ্রী। কেউ যদি ভুল করেও মাস্ক নামিয়ে রাখেন, তাঁকে নাকি সেটের বাকি সদস্যরা মনে করিয়ে দিচ্ছেন, ভুল ধরিয়ে দিচ্ছেন। আপাতত ‘রুষা’র চরিত্র দর্শকের পছন্দ হবে বলেই আশাবাদী গীতশ্রী।

আরও পড়ুন, বিয়ের পর প্রথম জন্মদিন, কী ভাবে কাটছে অভিনেত্রী ত্বরিতার?