নতুন ভাবে আবারও পর্দায় ফিরছেন গৌরব রায়চৌধুরি। বিপরীতে আবারও নতুন মুখ। একথা দর্শকদের আগেই জানিয়েছিল TV9বাংলা। কিন্তু এই নতুন নায়িকা কে? ঘুরে ফিরে আসছিল এই একটাই প্রশ্ন। অবশেষে মিলল উত্তর। গৌরব রায়চৌধুরির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন মেঘা দাঁ। কে এই মেঘা? তাঁকে প্রতি সপ্তাহেই টেলিভিশনের পর্দায় দেখতে পান দর্শকরা। জি বাংলার ডান্স বাংলা ডান্সের মঞ্চে তাঁকে দেখেছে দর্শক। মেঘার নাচে মুগ্ধ বিচারকরা। তাঁর পড়াশোনাও নাচ নিয়েই। এবার নতুন ভাবে দর্শকদের সামনে ধরা দিতে চলেছে মেঘা। নৃত্যশিল্পী থেকে অভিনেত্রী। নতুন যাত্রা শুরু তাঁর।
মছলন্দপুরের মেয়ে মেঘা। মা, বাবার একমাত্র মেয়ে। বর্তমানে রবীন্দ্রভারতীতে তৃতীয় বর্ষের ছাত্রী তিনি। নাচ নিয়েই পড়াশোনা। মছলন্দপুরের স্কুলের পড়া শেষ করে কলকাতায় আসা। একদিকে ডান্স বাংলা ডান্সের ব্যস্ততা সঙ্গে আবার ধারাবাহিক। সুতরাং ব্যস্ততা তুঙ্গে। আপাতত কলকাতাই তাঁক ঠিকানা।
এই নতুন ধারাবাহিক যে আদ্যপ্রান্ত প্রেমে মোড়া, সেই কথা TV9 বাংলাকে নিজেই জানিয়েছিলেন গৌরব। শুধুই কি প্রেম? না প্রেমের সঙ্গে জড়িয়ে রয়েছে গান। সঙ্গীত আর প্রেমের মিশ্রনেই তৈরি হচ্ছে এই নতুন ধারাবাহিক। গৌরব আর মেঘা ছাড়াও এই ধারাবাহিকে মেঘার মায়ের চরিত্রে দেখা যাবে ময়না মুখোপাধ্যায়কে। রয়েছেন আরও অনেকেই। খুব শীঘ্রই আসবে নতুন ধারাবাহিকের প্রোমো। পুরুলিয়ায় হয়েছে প্রোমোর শুটিং। সুতরাং বোঝাই যাচ্ছে গ্রাম বাংলার রূপও ফুটে উঠবে এই ধারাবাহিকে।
প্রসঙ্গত, শেষ কয়েক বছরে যদি একবার মনে করা যায় তাহলে দেখা যাবে,নতুন নায়িকাদের সঙ্গেই পর্দায় আগমন ঘটেছে নায়কের। তা সে শ্রুতি– গৌরব জুটি হোক কিংবা অর্কজা–গৌরব জুটি। এবার গৌরব–মেঘা জুটি দর্শকদের কতটা মন জয় করে তা তো সময়ের অপেক্ষা।
আরও পড়ুন:Malvika Raaj: কভি খুশি কভি গম’-এর ছোট্ট ‘পু’কে মনে আছে! বলিউডে কামব্যাক তাঁর, বিপরীতে কে?
আরও পড়ুন:Bigg Boss 15: শমিতাকে প্রকাশ্যেই ফ্লার্ট, জয়কে সাবধান করলেন নিশান্ত, দেখুন ভিডিয়ো
আরও পড়ুন:Rajkummar-Patralekhaa: ১০ বছরের প্রেম পর্বের পর ২০২১-এই বিয়ের পিঁড়িতে রাজকুমার-পত্রলেখা