Monali Thakur: প্লাস্টিক সার্জারি নাকি? মোনালীকে দেখে বিশ্বাসই হচ্ছে না ভক্তদের

Monali Thakur: প্রসঙ্গত, শো-বিজ তারকাদের বিরুদ্ধে প্লাস্টিক সার্জারির অভিযোগ নতুন নয়। নুসরত জাহান ও মিমি চক্রবর্তীর ঠোঁট দেখেও অনেকেই দাবি করেছিলেন তাঁরা 'লিপ জব' অর্থাৎ ঠোঁটের আকার পরিবর্তন করেছেন।

Monali Thakur: প্লাস্টিক সার্জারি নাকি? মোনালীকে দেখে বিশ্বাসই হচ্ছে না ভক্তদের
মোনালি ঠাকুর।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 11, 2023 | 11:04 AM

প্লাস্টিক সার্জারি করিয়েছেন গায়িকা মোনালী ঠাকুর? তাঁর সাম্প্রতিক ছবি দেখে এমনটা মনে করছেন নেটিজেনরা। একটি ভিডিয়ো আপলোড করেছেন মোনালী। সেখানেই তাঁর ঠোঁট ও গালের আকার দেখে মন্তব্য এসেছে, “এ কী অবস্থা করেছ মুখের”? যদিও ট্রোলিং নিয়ে এখনও মুখ খোলেননি মোনালী। এমনকি মুখের কিছু পরিবর্তন করেছেন কিনা, তাও জানানি তিনি। এই মুহূর্তে এক রিয়ালিটি শো-র বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। ওই শো-য়েই তাঁর সহ বিচারক শান ও রূপম ইসলাম। মোনালি ঠাকুর (Monali Thakur)। পেশায় গায়িকা (singer)। তিনি অভিনয়ও করেছেন বটে। তবে গান দিয়েই অধিকাংশ দর্শকের মন জয় করেছেন মোনালি। সোশ্যাল মিডিয়াতেই তুমুল অ্যাকটিভ অভিনেতা শক্তি ঠাকুরের কন্যা।

গত বছর হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিয়েছিলেন তিনি। কেন? মোনালী বলেছিলেন, “সোশ্যাল মিডিয়া থেকে একটা বড় বিরতি নিয়েছিলাম। কিন্তু সব সময়ই নিজের মস্তিষ্ক, নিজের দক্ষতাকে রিফ্রেশ করতে চেয়েছি। আশা করছি এই সময়টা আপনারাও নিজেদের রিফ্রেশ করেছেন।” তবে এখন রীতিমতো অ্যাক্টিভ তিনি। কাজও করছেন চুটিয়ে।

প্রসঙ্গত, শো-বিজ তারকাদের বিরুদ্ধে প্লাস্টিক সার্জারির অভিযোগ নতুন নয়। নুসরত জাহান ও মিমি চক্রবর্তীর ঠোঁট দেখেও অনেকেই দাবি করেছিলেন তাঁরা ‘লিপ জব’ অর্থাৎ ঠোঁটের আকার পরিবর্তন করেছেন। যদিও নুসরত এ নিয়ে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন এমন অভিযোগ মিথ্যে। অন্যদিকে বলিউডের অনেক অভিনেত্রী প্লাস্টিক সার্জারির কথা স্বীকারও করে নিয়েছেন অতীতে। কিন্তু মোনালী? যে মিষ্টি মুখের ফ্যান ছিল জগতজোড়া, তিনিও কি নাম লেখালেন ওই একই দলে? উত্তর দেবে সময়, বা হয়তো গায়িকা নিজেই।