পুজো শেষ হয়েছে। মানুষ আবারও ফিরছে দৈনন্দিন ছন্দে। আবারও সন্ধে নামলেই প্যান্ডেল হপিং নয়, বাড়ি বাড়িতে শোনা যাচ্ছে প্রিয় ধারাবাহিকের সিগনেচার টিউন। এমতাবস্থায় পুজোর সপ্তাহের থেকে নম্বর বাড়ারই কথা। কিন্তু বাস্তবে হল সবটাই উল্টো। পুজোর সপ্তাহতেও যা নম্বর মিলেছিল, এই সপ্তাহে প্রায় প্রতিটি ধারাবাহিকেরই নম্বর কমল হুড়মুড় করে। একদা হিট ধারাবাহিক মিঠাইয়ের অবস্থা তো আরও খারাপ। পিছতে পিছতে এই প্রথম এত নিচে নেমে গেল এই ধারাবাহিকটি। প্রথম হল কে? দ্বিতীয় স্থানেই বা কে? রইল এক ঝলকে…
মন্দার বাজারে চ্যানেলের একমাত্র ভরসা ‘গৌরী এল’। গত সপ্তাহের মতো এই সপ্তাহতেও সেই প্রথম। তবে প্রাপ্ত নম্বর কমেছে। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৮.২। এই সপ্তাহে তা কমে গিয়ে দাঁড়িয়েছে ৭.৫-এ। একদা যে চ্যানেলে রাজত্ব ছিল ‘মিঠাই’য়ের আজ তা গৌরীর অধীনে। দ্বিতীয় স্থানেরও কোনও পরিবর্তন হয়নি। টিভিনাইন বাংলার সমীক্ষায় আগেই বলা হয়েছিল, যেভাবে দর্শকদের মধ্যে সদ্য শুরু হওয়া ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’র জনপ্রিয়তা বাড়ছে তাতে অদূর ভবিষ্যতে তা তথাকথিত প্রথম সারির ধারাবাহিকগুলিকে পিছনে ফেলে একেবারে সামনে চলে এলে অবাক কাণ্ড হবে না!
বেশিদিন অপেক্ষা করতে হয়নি। মিলে গিয়েছে কথা। গত সপ্তাহতেই ওই ধারাবাহিক অধিকার করেছিল দ্বিতীয় স্থান। এই সপ্তাহতেও সে স্থানচ্যুত হয়নি। তবে প্রাপ্ত নম্বর কমেছে এ ক্ষেত্রে। পেয়েছে ৭.০। প্রথম ও দ্বিতীয় স্থান এক থাকলেও তৃতীয় স্থানে বদল হয়েছে। ‘গাঁটছড়া’কে পিছিয়ে দিয়ে এই সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে ধুলোকণা। চতুর্থ স্থানে রয়েছে ‘গাঁটছড়া’। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬.৭ ও ৬.৫। তবে এ ক্ষেত্রেও ওই একই ছবি তুলনায় এই সপ্তাহে নম্বর কমেছে দুই ধারাবাহিকেরই। ‘খেলনা বাড়ি’ অবশ্য এই কমে যাওয়ার ট্রেণ্ডে একটু ব্যতিক্রম। যখন একধারে সব ধারাবাহিকেরই নম্বর কমেছে তখন শুধুমাত্র এই ধারাবাহিকের নম্বর বেড়েছে। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৬.০। এই সপ্তাহে সে পেয়েছে ৬.১। জায়গা করে নিয়েছে পঞ্চম স্থানে। অন্যদিকে ‘আলতা ফড়িং’ জায়গা করেছে ষষ্ঠ স্থানে।
ভাবছেন তো, ‘মিঠাই কোথায়’? মিঠাই রয়েছে সপ্তম স্থানে। এত খারাপ ফল তার ক্ষেত্রে বিরল বললেও ভুল বলা হয় না। গত সপ্তাহের ৬.৭ এই সপ্তাহে কমে দাঁড়িয়েছে ৫.৮। একদা সুপারহিট ধারাবাহিক কে সত্যিই শেষ হচ্ছে এ কি তারই ইঙ্গিত? অষ্টম স্থানে রয়েছে মাধবীলতা, নবম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া ও দশম স্থানে রয়েছে ধারাবাহিক ‘নবাব নন্দিনী’।
ইদানিং এক ট্রেন্ড দেখা গিয়েছে টিআরপির অঙ্কে। কোনও ধারাবাহিকই ধারাবাহিকভাবে নির্দিষ্ট একটি স্থান ধরে রাখতে পারছে না। তবে টিআরপি বড়ই অদ্ভুত। কখন যে কী হয়, তা বলা মুশকিল। আজ যে নেই প্রথম দশেও কাল সে প্রথম হবে না, কে বলতে পারে?