জনপ্রিয় রিয়ালিটি শো ‘খতড়ো কি খিলাড়ি’র ১১ তম সিজনে কে হলেন বিজেতা? রাহুল বৈদ্য, অভিনব শুক্লা, দিব্যাঙ্কা ত্রিপাঠি–নাকি সেরার মুকুট ছিনিয়ে নিলেন অন্য কেউ? ফাঁস করলেন রাখি সাওয়ান্ত। জানিয়ে দিলেন কে হলেন বিজেতা।
দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এড়াতে শুরুতেই কেপটাউন উড়ে গিয়েছিল ‘খতড়ো কি খিলাড়ি’র গোটা টিম। সেখান থেকেই চলছিল শুটিং। অবশেষে শুটিং শেষে বাড়ি ফিরেছেন প্রতিযোগীরা। প্রোমো বেরিয়ে গেলেও টিভিতে এখনও দেখানো শুরু হয়নি এই শো। এর আগে খবর এসেছিল প্রতিযোগীদের মধ্যে নাকি মহেক চাহাল, নিক্কি তাম্বোলী, আস্থা গিল, অনুষ্কা সেন এবং সৌরভ রাজ জৈনের জার্নি শেষ হয়ে গিয়েছে। টিকে গিয়েছেন, অভিনব শুক্লা, রাহুল বৈদ্য, শ্বেতা তিওয়ারি, অর্জুন বিজালনির মতো জনপ্রিয় অভিনেতারা। সম্প্রতি শোনা গিয়েছিল টপ ফাইভে জায়গা করে নিয়েছেন, দিব্যাঙ্কা ত্রিপাঠি, বরুণ সুদ, শ্বেতা তিওয়ারি, অর্জুন বিজালানি এবং বিশাল আদিত্য সিং।
আরও পড়ুন-Khatron Ke Khiladi 11: নিজে দেশে ফিরে গেলেও কেপ টাউনে ‘বন্দি’ অনুষ্কার বাবা!
এ বার রাখিকে ওই রিয়ালিটি শো নিয়ে প্রশ্ন করা হলেই তিনি সাংবাদিকদের জানান, বিজেতা নাকি অর্জুন বিজলানি। তাঁর কথায়, “অর্জুন জিত গ্যয়া না? হ্যাঁ, ওই জিতেছে।” যদিও অর্জুন নিজে এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি। মুখ খোলেননি ওই টেলিভিশন শো’র নির্মাতারাও। তবে রাখির কথায় দর্শকমহলে উত্তেজনা বেড়েছে। প্রথম পাঁচে রাহুল বৈদ্য এবং অভিনব শুক্লার মতো বিগবসে প্রথম পাঁচে জায়গা করে নেওয়া প্রতিযোগীরা জায়গা না পাওয়ার খবরে কিছুটা নিরাশ তাঁরা। সত্যিই কি বিজেতা অর্জুন? তা তো অবশ্য সময়ই বলবে।