জনপ্রিয় টিভি শো ‘তারকা মেহতা কা উল্টা চশমা’র নাট্টু কাকাকে মনে আছে? নাট্টু কাকা ওরফে ঘনশ্যাম নায়েক। ক্যানসারে আক্রান্ত তিনি। চলছে কেমোথেরাপি। এরই মধ্যে কাজে ফিরলেন প্রবীণ অভিনেতা। ধারাবাহিকটির জন্য এক বিশেষ পর্ব শুট করলেন তিনি।
কেমোথেরাপি প্রসঙ্গে তাঁর ছেলে বিকাশ জানিয়েছেন, আপাতত তাঁর দেহে বিশেষ কোনও সমস্যা নেই। প্রতি মাসে একবার করে কেমো নিতে হচ্ছে তাঁকে। গত বছর ঘাড়ে আটটি লাম্প পাওয়া যায় বর্ষীয়ান ওই অভিনেতার। জানা যায় প্রত্যেকটিই ক্যানসারাস। সেই মতো চিকিৎসাও শুরু হয়। মাস খানেক আগে আবারও এক মাস আগেই ঘাড়ে ‘লাম্প’ দেখা যায় তাঁর। হয় অস্ত্রোপচার। আপাতত শুরু হয়েছে কেমোথেরাপি।
আরও পড়ুনঃ জীবনে ‘নতুন প্রেম’, ভিডিয়োতে ভালবাসায় ‘ধোকা’ খাওয়ার কথা শ্রাবন্তীর!
আরও পড়ুনঃ ‘আই কুইট’! রোশনের পোস্ট ঘিরে জল্পনা, মুখ খুললেন শ্রাবন্তীর স্বামী
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “আমি ভাল আছি। আবার চিকিৎসা শুরু করতে হল এই যা। চার মাস পরে দামানে তারক মেহতার জন্য শুট করলাম আমি। বিশ্বাস করুন, দারুণ মজা করেছি।” নাট্টু কাকাকে আবারও পর্দায় ফিরে পাওয়ার আনন্দে কমেন্ট করেছেন ‘তারক মেহতা…’ ভক্তরা। একই সঙ্গে চিন্তাতেও রয়েছে তাঁরা। করোনা পরিস্থিতি মাথায় রেখে সব রকম সতর্কতা মেনেই যাতে শুট করেন ঘনশ্যাম সে অনুরোধও অভিনেতাকে বারেবারে করেছেন অনুরাগীরা।