শিলিগুড়িতে শুটিং করে উচ্ছ্বসিত হিন্দি ধারাবাহিকের এই পরিচিত মুখ, শেয়ার করলেন অভিজ্ঞতা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 25, 2021 | 1:12 PM

শুধু প্যাকআপ আর লাইট ক্যামেরা অ্যাকশন নয়, এর মাঝে নিজেদের জন্যও যে সময় বার করে নিয়েছেন সে কথাও জানিয়েছেন এরিকা।

শিলিগুড়িতে শুটিং করে উচ্ছ্বসিত হিন্দি ধারাবাহিকের এই পরিচিত মুখ, শেয়ার করলেন অভিজ্ঞতা
পাহাড়ে বুঁদ অভিনেত্রী।

Follow Us

এরিকা ফার্নান্দেজ। বহুদিন পর হিন্দি ধারাবাহিকে ফিরেছেন তিনি। ধারাবাহিক ‘কুছ রঙ প্যায়ার কে অ্যায়সে ভি’তে অন্যতম মুখ তিনি। আউটডোর শুটের জন্য ওই ধারাবাহিকের গোটা টিম বেছে নিয়েছিল শিলিগুড়ি ও পার্শ্ববর্তী অঞ্চলকে। সবুজ ঘাস আর পাহাড়ের নিরিবিলিতে শুটিং করে উচ্ছ্বসিত এরিকা।

শুধু প্যাকআপ আর লাইট ক্যামেরা অ্যাকশন নয়, এর মাঝে নিজেদের জন্যও যে সময় বার করে নিয়েছেন সে কথাও জানিয়েছেন এরিকা। তাঁর কথায়, “শুটিং মানেই প্যাক আপ আর বাড়ি যাওয়া। কিন্তু এই বারের শিডিউলে আমাদের টিমের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের বন্ডিং যেন আরও শক্ত হয়েছে। আর আবহাওয়াও ছিল চমৎকার। আর্দ্র নয়, আবার মাঝেমাঝে বৃষ্টি যেন গরমকে ধুয়ে দিচ্ছিল। চা বাগানের অলিগলি আর বাইসাইকেলে করে ঘুরে বেড়ানো… সে এক চমৎকার অভিজ্ঞতা।”

ফাঁক পেতেই স্থানীয় বাজারও ঘুরে বেড়িয়েছে গোটা টিম। হয়েছে মোমো খাওয়াও। কাছের পাহাড়েও কাটিয়েছেন একটা গোটা দিন। অভিনেত্রী যোগ করেন, “বিগত কয়েক মাসে আমরা যা হারিয়েছি তা যেন আবার নতুন করে খুঁজে পেয়েছি ওখানে। এতো রিফ্রেশ আগে লাগেনি।” শুটিং সেরে ফিরে এলেও এরিকার শিলিগুড়ি রেশ যেন কাটছে না কিছুতেই…

আরও পড়ুন-অপরাজিতার পরিবারে খারাপ খবর, হারালেন কাছের মানুষকে