‘মিশন মঙ্গল’-এ তাঁকে আপনি দেখেছেন। দেখেছেন ‘পিঙ্ক’-এর মতো ছবিতেও। তাঁর অভিনয় ক্ষমতার উদাহরণ মিলেছে আগেই। কিন্তু এ বছরের এপ্রিলের গোড়ার দিকেই স্বামী সাহিল শেহগালের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন তিনি। কী কারণে নিয়েছিলেন এমন সিদ্ধান্ত। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।
তাঁর কথায়, “ভালবাসার আমাদের কাছে টেনেছিল। কাছে এসেছিলাম একসঙ্গে জীবনে থাকব বলে। কিন্তু এই বিয়ে কোথাও গিয়ে যেন আমার কাছ থেকে আমার খুশি কেড়ে নিয়েছিল। আমি শান্তি পাচ্ছিলাম না। শান্তি দেওয়ার পরিবর্তে তা ক্রমশ ফিকে হয়ে যাচ্ছিল। অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ঠিক হল না কিছুই” । তিনি যোগ করেন এই ‘শান্তিহীন’ হওয়ার পিছনে কী কী কারণ রয়েছেন তা তিনি জনসমক্ষে বলতে চান না, তবে তাঁর কাছের মানুষেরা জানেন ঠিক কী সমস্যা তৈরি হয়েছিল। বিবাহবিচ্ছদের সিদ্ধান্তের বাবা প্রথম থেকে পাশে থাকলেও অভিনেত্রীর মা চাননি, চেয়েছিলেন মেয়ে যাতে বিয়ে টিকিয়ে রাখে। কীর্তি পারেননি। তবে প্রাক্তন স্বামীর প্রতি তাঁর বিদ্বেষ নেই। তিনি যোগ করেন, “আজ আমি যা তার পিছনে সাহিলের কিন্তু বিরাট অবদান রয়েছে।”
এপ্রিলে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করে কীর্তি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘সকলের জানার জন্য খুব সাধারণ একটি বার্তা। আমি এবং আমার স্বামী সাহিল আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। খুব কঠিন সিদ্ধান্ত। কারণ দু’জন যখন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন, তখন সকলে শুভেচ্ছা, ভালবাসা জানান। আর আলাদা থাকার সিদ্ধান্ত নিলে কেউ পাশে থাকেন না। এটা কষ্টের।’ তিনি আরও জানিয়েছিলেন, এই সিদ্ধান্ত নেওয়ার পর তিনি ভাল আছেন। তাঁর জীবনে যাঁরা সত্যিই গুরুত্বপূর্ণ, তাঁরা ভাল আছেন। এই বিষয়ে ভবিষ্যতে আর কোনও মন্তব্য করতে চান না বলেও সে সময় জানিয়ে ছিলেন তিনি। ফিরে তাকানো নয়, তিনি এগিয়ে যেতে চান সামনের দিকে।