ছেলেকে সামলেই পুরনো কাজে নতুন ভাবে ফিরলেন মধুবনী

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 02, 2021 | 10:39 AM

প্যানডেমিক পরিস্থিতিতে অত্যন্ত সাবধানে কেশবকে রাখছেন রাজা এবং মধুবনী। একই সঙ্গে নিজেদেরও সাবধান থাকতে হচ্ছে। ‘ভালবাসা ডট কম’ নামের ধারাবাহিকে প্রথম একসঙ্গে কাজ করেছিলেন রাজা এবং মধুবনী।

ছেলেকে সামলেই পুরনো কাজে নতুন ভাবে ফিরলেন মধুবনী
কেশবের সঙ্গে মধুবনী। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

এপ্রিলেই মা হয়েছেন মধুবনী গোস্বামী। ছেলের নাম রেখেছেন কেশব। ছেলেকে নিয়েই কাটছে সময়। শেয়ার করছেন ছবি। তবে এরই মাঝে আবারও কাজে ফিরলেন তিনি। না সিনেমা বা ধারাবাহিক নয়, কী কাজ বেছে নিলেন মধুবনী?

মধুবনীর নিজস্ব একটি পার্লার রয়েছে। নাম ‘মধুবনী’জ হেয়ার অ্যান্ড বিউটি সেলুন’। বিধিনিষেধের কারণে তা বিগত কিছু মাস বন্ধ ছিল। সরকার থেকে পার্লার কেনার অনুমতি মিলতেই আবারও খুলছে সেটি। ছেলেকে সামলে মধুবনী আবারও পুরদস্তুর ওয়ার্কিং উওম্যান। অভিনেত্রী লিখেছেন, “আমাদের প্রত্যেক কর্মচারীরই টিকাকরণ হয়ে গিয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অবশ্যই বুকিং করতে আসতে হবে।” সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে পার্লার।


এরপর একে একে ‘চিরদিনই আমি যে তোমার’, ‘কোজাগরী’, ‘সত্যমেব জয়তে’-র মতো ধারাবাহিকে কাজ করেন রাজা। এখন তিনি ‘খড়কুটো’ ধারাবাহিকে অভিনয় করছেন। অন্যদিকে ‘সাত ভাই চম্পা’, ‘ফাগুন বউ’, ‘ভানুমতির খেল’ ধারাবাহিকে অভিনয় করেছেন মধুবনী। কেশব একটু বড় হয়ে গেলে ফের পর্দায় ফেরার ইচ্ছে রয়েছে তাঁর।

 

আরও পড়ুন-ভিডিয়ো: মাস্ক ভুলে হাত দিয়েই মুখ ঢাকার চেষ্টা, ‘ওভার অ্যাক্টিং’! ট্রোলড রশ্মিকা

Next Article