সোমবার থেকে ছোট পর্দায় আসছে একাধিক নতুন ধারাবাহিক। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন প্রেক্ষাপটের গল্পের মাঝে এখন টানটান উত্তেজনা পর্ব তুঙ্গে। কখনও ঘরোয়া গল্পের ঢালাও উপকরণ, কখনও আবার আপাদ মস্তক ঢেলে সাজান গল্পের ভান্ডারে থাকে নতুন কোনও কল্প কাহিনি। নাগ-নাগিনদের গল্প এই মর্মে নতুন কিছু নয়। তবে এবার তেমনই এক প্রেক্ষাপটে নতুন গল্প আসছে প্রতিদিন ঠিক সন্ধ্যা সাতটায়। ধারাবাহিকের প্রধান চরিত্র এক নাগ কন্যা – সুনেত্রা। সাধারণত এই ধরণের কাহিনির ক্ষেত্রে প্রতিশোধের আগুনই প্রধান হয়ে দাঁড়ায়। এই গল্পের মূলেও তেমনই এক কাহিনি। সুনেত্রা ফিরে এসেছে তার সাত জন্মের প্রতিশোধ নিতে।
রাক্ষস দমন করে নাগমণিকে সুরক্ষিত করাই তার মূল উদ্দেশ্য। রাক্ষস দমনের এক মাত্র উপায় এক নাগিনের সঙ্গে এক মানুষের প্রনয়, সুনেত্রা কি পারবে নাগমণিকে সুরক্ষিত করতে? এই মর্মেই গল্প সাজানো সুনেত্রা ধারাবাহিকের। সান বাংলায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিত। যেখানে মূল্য ভূমিকায় থাকছেন শ্রীবাণী তোমার, প্রেম জাকোব ও ভারদোয়াজ। সোমবার থেকে শুরু হতে হলেছে এই ধারাবাহিক। ঠিক সন্ধ্যা সাতটায় এবার থেকে সুনেত্রার গল্প নিয়ে হাজির হচ্ছে সান। সোমবার অর্থাৎ ১৪ নভেম্বর থেকে মুক্তি পাবে এই ধারাবাহিক।
এই সময় সম্প্রচারিত বেশকিছু ধারাবাহিক ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। যা কম বেশি সকলেরই নজর কাড়া থেকে শুরু করে টিআরপি-র তালিকায় জায়গা করে নেয়। এবার সেই প্রতিযোগিতায় নেমে দর্শক মনে সুনেত্রী ঠিক কতটা জায়গা করে নিতে পারে তাই দেখার। এক মানুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হওয়া, নাগিন হওয়াটা সকলের আড়ালে রেখেই চলত সবটা। তবে কোথাও গিয়ে যেন এই চ্যালেঞ্জ গ্রহণ করাটাই সুনেত্রার জন্য এক বিশেষ আকর্ষণের বিষয় হয়ে ওটে। তবে বাকি ধারাবাহিককে টেক্কা দিয়ে এই ধারাবাহিক দর্শকমনে কতটা জায়গা করে তাই এখন দেখার।