Bengal TRP: তিতির ও ফুলঝুড়ির মাঝে ‘স্যান্ডউইচ’ লালন, টিআরপিতে জয়জয়কার ‘ধুলোকণা’র… অন্যরা কে কোথায়?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 10, 2022 | 6:03 PM

Bengali Serials: বেশ কিছু ধারাবাহিক গল্পে মোচড় আনছে ঠিকই, কিন্তু প্রথম এক-দুই-তিনের স্ট্যান্ডে দাঁড়াতে পারছে না। তা হলে উপায়?

Bengal TRP: তিতির ও ফুলঝুড়ির মাঝে স্যান্ডউইচ লালন, টিআরপিতে জয়জয়কার ধুলোকণার... অন্যরা কে কোথায়?

Follow Us

ভালই লাগছে দর্শকের। লালনের জীবনের দু’জন নারী দাপিয়ে বেড়াচ্ছে। একদিকে তাঁর স্ত্রী ফুলঝুড়ি। অন্যদিকে তাঁর প্রেয়সী তিতির। সেই তিতির, যে কি না আত্মত্যাগের মধ্যে দিয়ে, মিথ্যে বিয়ের নাটক করে লালনকে নতুন জীবন দান করেছে। তাকে ফিরিয়ে দিয়েছে ফুলঝুড়ির কাছে। ফিরিয়ে দিয়েছে তার হারিয়ে যাওয়া স্মৃতিও। গত সপ্তাহেও এই ধারাবাহিক, অর্থাৎ ‘ধুলোকণা’ টিআরপির নিরিখে বেঙ্গল টপার হয়েছিল। এই সপ্তাহেও সে-ই সেরার সেরা। কথায় আছে, যে মানুষ ভালবাসা ছেড়ে দিতে পারে, তার প্রতি টান তৈরি হয় অপর মানুষটির। তাই হয়েছে লালনের ক্ষেত্রেও। আর সেটাই ভাল লেগেছে বাংলার সকল দর্শকের। রাত ৮টার সময় এপিসোড মিস করছেন না কেউই। তবে প্রথম হলেও গত সপ্তাহের তুলনায় পয়েন্ট একটু কমেছে এই সপ্তাহে। ৮.০ থেকে হয়েছে ৭.৮।

দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে ‘জগদ্ধাত্রী’। বলা ভাল, ‘ধুলোকণা’র ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে সে। মাত্র .১-এর তফাৎ। কিছুই বলা যায় না। আগামী সপ্তাহে হয়তো টপকে যাবে ‘ধুলোকণা’কেও। কেন না গত সপ্তাহে এই সিরিয়ালের টিআরপি ছিল ৭.০। এ সপ্তাহে পেয়েছে ৭.৭। অনেকটাই পয়েন্ট বাড়িয়ে নিয়েছে জ্যাজ়ের লড়াই।

তৃতীয় স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। ডাক্তারবাবু ও দীপার জীবনে আসতে চলেছে নতুন অতিথি। সেই পরিস্থিতিতে ঘরছাড়া দীপার প্রতি করুণা জন্মেছে দর্শকের। পর্দা হয়তো ফাঁস হবে খলনায়িকা মিশকার। পেয়েছে ৭.৬ নম্বর। চতুর্থ স্থানে ‘আলতা ফড়িং’। এই ধারাবাহিকেরও পয়েন্ট বেড়েছে এই সপ্তাহে। ৬.৬ থেকে হয়েছে ৭.১। ব্যাঙ্কবাবুর হিরো থেকে ভিলেনে রূপান্তর মনে ধরেছে দর্শকের। এই প্লট তাড়িয়ে-তাড়িয়ে উপভোগ করছেন তাঁরা।

পাশা পাল্টে গিয়েছে ধারাবাহিকের এক-দুই-তিন-চার স্থানের। লাগাতার ভাবে টপার থাকা ‘মিঠাই’, ‘গাঁটছড়া’কে পিছনে ফেলে দিয়েছে। নয়া কৌশলও এই ধারাবাহিকগুলির ভাগ্য ফেরাতে পারছে না। টিআরপি লিস্টে ৫ কিংবা ৬তেই আটকে আছে পয়েন্ট। অন্যদিকে শহুরে দর্শকের মন ছুঁয়ে যাওয়া ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপার স্টার’, ‘এক্কা দোক্কা’, ‘মাধবীলতা’, ‘নবাব নন্দিনী’, ‘সাহেবের চিঠি’ গুঁটি গুঁটি পায়ে এগোচ্ছে। গল্পে মোচড় আনছে ঠিকই, কিন্তু প্রথম এক-দুই-তিনের স্ট্যান্ডে দাঁড়াতে পারছে না কেউই।

Next Article