লড়াই করছেন নোরা ফতেহি। ভাল নেই তিনি। বিশ্বজুড়ে করোনার বাড়বাড়ন্তে এবার আক্রান্ত নোরাও। মঙ্গলবার এই খবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, “আমি ভাল নেই। এই মুহূর্তে কোভিডের সঙ্গে যুদ্ধ করছি। করোনা আমায় কাবু করে দিয়েছে। ডাক্তাররা দেখছেন, বিছানা ছেড়ে ওঠাই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে।” ভক্তদের জন্য তাঁর আবেদন, “দ্রুত ছড়াচ্ছে করোনা। প্রত্যেকের উপর এর প্রভাব ভিন্ন। আমার উপর এর প্রভাব মারাত্মক। সবাই প্লিক সাবধানে থেকো।”
বিগত বেশ কিছু দিন ধরেই মুম্বইয়ের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিল নোরাকে। গুরু রানধাওয়ার সঙ্গে তাঁর সাম্প্রতিক মিউজিক ভিডিয়োর প্রচারে অংশ নিয়েছিলেন নোরা। ভিডিয়োর শুট করতে গিয়েছিলেন গোয়াতেও। যদিও সেই প্রসঙ্গে নোরার মুখপাত্রর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শরীর অসুস্থ হওয়ার পর থেকেই আর বাইরে বের হননি নোরা। অন্যদিকে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফেও জানানো হয়েছে, পুরসভার সঙ্গে সমস্ত রকমের সহযোগিতা করছেন তিনি।
প্রসঙ্গত, বছর শেষে করোনার নয়া আতঙ্ক বিশ্বজুড়ে। গোটা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন সংক্রমণ, একমাসেই বিশ্বের ১১৭টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে নতুন ভ্যারিয়েন্ট। তবে শুধু নতুন ভ্যারিয়েন্টেই নয়, দেশজুড়ে পাল্লা দিয়ে বাড়ছে করনোর অন্যান্য ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার সংখ্যাও। বলিউডেও আক্রান্ত হচ্ছেন একের পর এক বলিসেলেব। করিনা কাপুর থেকে শুরু করে অর্জুন কাপুর, রিয়া কাপুরও বাদ যাননি করোনার থাবা থেকে। সেই তালিকায় এবার নয়া সংযোজন নোরাও। আপাতত তাঁর সুস্থতা কামনায় নোরার ভক্তরা।
আরও পড়ুন: Badshah-Sahdev Dirdo: জ্ঞান ফিরেছে ‘বাচপান কা পেয়ার’-এর সহদেব দির্দোর, জানালেন বাদশা
আরও পড়ুন: Salman Khan: প্রকাশ্য রাস্তায় অটো চালালেন স্বয়ং সলমন খান, তিনি কি সাপ খুঁজছেন?