Rakhi Sawant : ‘পাঞ্চালি’ বলতেই মেজাজ হারালেন রাখী, রোস্টের বিরুদ্ধে সরব, দিলের হুমকি

Viral News: এখন থেকে রাখী নন তিনি ফাতিমা নামেই পরিচিত হতে চান। রাখির এই বার্তা দেওয়ার কয়েক দিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এক ইউটিউবার তাঁকে রোস্ট করতে গিয়ে বলে বসেন 'পাঞ্চালি'।

Rakhi Sawant : 'পাঞ্চালি' বলতেই মেজাজ হারালেন রাখী, রোস্টের বিরুদ্ধে সরব, দিলের হুমকি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 12, 2023 | 12:29 PM

রাখী সাওয়ান, বেশ কয়েক মাস ধরে খবরে শিরোনামে তিনি নাম লিখিয়েছেন। আদিল দুরানি খানের সঙ্গে সাংসারিক অশান্তি ও বিবাদের জেরে চর্চায় তিনি। রাখী সাওয়ানকে ডিভোর্স দিতে চান আদিল। অন্যদিকে আদিলের বিরুদ্ধে অভিযোগ করে তাঁকে রীতিমতো জেলে পাঠিয়েছেন রাখী। এরপর থেকেই চলছে দুজনের মধ্যে কাদা ছোড়াছুড়ির পালা। যে যখন পাচ্ছে একে অপরের বিরুদ্ধে নিত্যনতুন অভিযোগ নিয়ে মুখ খুলছেন। তবে রাখী সাওয়ান্ত এই বিষয়ে এক প্রকার কোমড় বেঁধেই নেমে পড়েছেন বলে একাধিকবার নজরে আসে। সম্প্রতি মক্কা-মদিনা থেকে ফিরে নিজেকে পবিত্র বলে দাবি করেন রাখি, জানান বিবাহ সূত্রে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সেই ধর্মই মেনে চলছেন তিনি। মক্কা থেকে তিনি পবিত্র হয়ে ফিরেছেন, কোনও পুরুষ যেন এখন তাঁকে স্পর্শ না করে।

এখন থেকে রাখী নন তিনি ফাতিমা নামেই পরিচিত হতে চান। রাখির এই বার্তা দেওয়ার কয়েক দিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এক ইউটিউবার তাঁকে রোস্ট করতে গিয়ে বলে বসেন ‘পাঞ্চালি’। আর এই খবর কানে আসা মাত্রই এবার মেজাজ হারালেন তিনি। তাঁর কথায় পাঞ্চালির ৫ বিয়ে হয়েছিল, তিনি মনে করেন আগের বিয়ে তাঁর ভুল, তাঁর বিয়ে একটাই, আর সেটা আদিল-এর সঙ্গে। এই কথা বলে ইউটিউবার মোটেই সঠিক কাজ করেননি, রাখির কথায়, ‘আমার রোস্ট নিয়ে কোনও আপত্তি নেই, তবে এ কথাটার বিরোধিতা করছি আমি। ওনার নামে FIR করব থানায়, পাশাপাশি মানহানির মামলাও দায়ের করতে চলেছি।’ বিমানবন্দর থেকে এবার খোলামেলা হুমকি দিলেন অভিনেত্রী। তাঁর কথায়, এসব তাঁর নামে বাজে কথা বলা হচ্ছে, আর এগুলো বলাচ্ছেন আদিল। রাখী বলেন, ‘আদিলের ভয় আমি যদি খোরপোষ বাবদ মোটা টাকা চেয়ে বসি কিংবা ওর কাছে যে ২ কোটি টাকা রাখা আছে আমার, সেটা দাবি করে বসি, সেই ভয় থেকেই এসব করে বেড়াচ্ছে আদিল।’