নোরা ফাতেহি বলে কথা, বলিউডে যাঁর ডান্সের দাপট, এক কথায় সকলকে তাক লাগায়, সেই সেলেব স্টারকে এবার টেক্কা দিয়ে ভাইরাল রণবীর সিং। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। প্রতিটা পদে পদে রণবীর নিজেকে প্রমাণ করে চলেছেন, যে প্রতিটা ক্ষেত্রে তিনি ঠিক কতটা পারফেক্ট। নাচে হোক বা অভিনয়ে, তাঁর বোল্ড ফ্যাশন স্টেটমেন্ট হোক বা কমেডি-এনার্জিতে, তিনি যেন সেরার সেরা। অন্তত তাঁর উপস্থিতি ঠিক তেমনটাই প্রমাণ করে। এবারও তার ব্যতিক্রম ঘটল না। প্রতিটা পদে পদে রণবীর নোরাকে এমন টক্কর দিলেন, যা দেখে ভক্তদের চোখ ছানাবড়া।
গরমি ডান্স, যেখানে নেচে নোরা ফ্লোরে আগুন ধরিয়ে ছিলেন, এবার নাচের রিয়ালিটি শো-তে এসে সেই নোরাকে নাজেহাল করে ছাড়লেন রণবীর সিং। সকলে দেখে অবাক। বর্তমানে সেই ভিডিয়ো ঘুরছে ভক্তদের হাতে হাতে। রণবীর সিং কে নিয়ে খুব একটা বলার প্রয়োজন পড়ে না, কারণ একটাই, তাঁর উত্তেজনা থেকে শুরু করে এনার্জি, যে কোনও কাজের ক্ষেত্রে বারে বারে সকলকে অবাক করেছে। এবারও তার ব্যতিক্রম ঘটল না। কারণ একটাই, আগামী ছবির প্রমোশন বলে কথা।
রণবীর সিং সেই তালিকাতে নতুন কিছু করবে না তা কি হয়! বর্তমানে তিনি জয়েশভাই জোরদার ছবির প্রমোশন নিয়ে বেজায় ব্যস্ত। সেই রণবীর সিং-কে কাছ থেকে দেখেই অবাক করণ কুন্দ্রা। বিস বসের ঘর থেকেই ভাইরাল করণ ও তেজস্বী জুটি। বর্তমানে করণ এক ডান্স শো-এর সঞ্চালনা করছেন। কয়েকদিন আগেই তিনি জানিয়ে ছিলেন একটাই কথা, তিনি রণবীর সিংকে দেখে অবাক হয়ে গিয়েছেন। পুরো আগুন ধরিয়ে দিয়েছেন তিনি নাচের সেটে। প্রথম থেকে শেষ পর্যন্ত কী ব্যপক এনার্জি, নাচে মজায় হুল্লোরে অবাক সেটের সকলেই। করণের কথায়, তিনিও সেদিন থেকেই ভক্ত হয়ে গিয়েছেন রণবীরের। এই ভিডিয়ো পাপরাজিৎদের ক্যামেরাতে ফ্রেমবন্দি হতেই তা ভাইরাল। রণবীরও নিজের একাধিক ভিডিয়ো থেকে ছবি শেয়ার করে নিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায়, আর সেখানেই নোরার সঙ্গে তিনি বোল্ড লুকে বোমা ফাটালেন।