Rubel Das Interview: ‘সিরিয়ালের লিডদের কাছে খুব একটা সিনেমা-ওটিটি-র প্রস্তাব আসে না’, কেন বললেন রুবেল
Viral News: কয়েকদিন আগেই শুটিং ফ্লোরে চোট পান তিনি। দুই পায়ে প্লাস্টারও করতে হয়। এরপর থেকেই ঘরে বন্দি তিনি। তাই বলে কি কাজ থেমে থাকা সম্ভব?
জয়িতা চন্দ্র
রুবেল দাস, টিভির পর্দার জনপ্রিয় অভিনেতা। একের পর এক হিট ধারাবাহিক যাঁর ঝুলিতে। রুবেল বর্তমানে নিম ফুলের মধু ধারাবাহিকে কাজ করছেন। তবে কয়েকদিন আগেই শুটিং ফ্লোরে চোট পান তিনি। দুই পায়ে প্লাস্টারও করতে হয়। এরপর থেকেই ঘরে বন্দি তিনি। তাই বলে কি কাজ থেমে থাকা সম্ভব? নিম ফুলের মধু ধারাবাহিক বর্তমানে TRP-র তালিকাতে ভালই জায়গা করে নিয়েছে। এমনই সময় ধারাবাহিকের কেন্দ্রিয় চরিত্র রুবেল অসুস্থ হয়ে বাড়িতে। রাতারাতি খবর ছড়িয় পড়ে তিনি নাকি বাদ পড়ছেন ধারাবাহিক থেকে। কয়েকদিনের মধ্যেই এই রটনা পলকে উবে যায়। কারণ বাড়ি থেকেই শুটিং-এ ফেরেন রুবেল দাস। তবে কেমন আছেন এখন, কবে ফিরবেন সেটে, ছবি ওটিটির অফার নিয়ে TV9 বাংলাকে কী জানালেন অভিনেতা?
কেমন আছেন এখন?
প্লাস্টার আছে পায়ে। তাই হাঁটতে চলতে তো পারছি না। তবে এরই মধ্যে প্লাস্টার খোলা হবে। এখন অল্প অল্প করে পায়ের কিছু এক্সেসাইজ করার চেষ্টা করছি।
কবে ফিরবেন শুটিং ফ্লোরে?
প্লাস্টার খোলার পর দেখি ডাক্তার কি বলেন, তারপর স্থির করব কবে থেকে ফিরতে পারব। আপাতত তো বাড়িতেই সবটা চলছে। সপ্তাহে তিনদিন ইউনিট বাড়িতেই আসছে। গল্পে নতুন টুইস্ট আনার কথা ছিল, কিন্তু আমি বাড়িতে বসে যাওয়ায় এখন অন্যভাবে গল্পকে সাজানো হয়েছে। তবে আমি বাড়ি থেকে করলেও, দর্শকদের ভালবাসায় কোনও খামতি হয়নি, ঈশ্বরের আশির্বাদে TRP-র তালিকাতে আমাদের জায়গাটা রয়ে গিয়েছেই।
কোনও ছবি বা ওটিটি থেকে অফার পেলেন?
সেভাবে নয়। আসলে আমার মনে হয় কেন্দ্রিয় চরিত্রদের কাছে এমন অফার খুব একটা আসে না (ধারাবাহিক চলাকালিন)। কারণ আমাদের একটি চুক্তি থাকে, মেগা করা মানে অনেকটা সময় দিতে হয়। তার মাঝে সিনেমা কিংবা ওটিটির প্রস্তাব পেলেও কাজ করার সময় পাওয়া যায় না। একটা ওটিটি শুট করতে খুব কম হলে ৭ দিন সময় লাগতে পারে। সেই সময়টা দেওয়াটাই তো সম্ভব নয়। তবে অফার পেলে নিশ্চয়ই করব। তবে আমার আগে কমিটমেন্ট নিম ফুলের মধু। তার কাজ যতদিন চলবে, তাতেই আগে গুরুত্ব দেব। তারপর নিশ্চয়ই অন্য কাজের সুযোগ পেলে করব।
কেরিয়ার তো ধীরে ধীরে গুছিয়ে গেল, ব্যক্তিজীবনে কবে ঘর বাঁধছেন?
ইচ্ছে তো আছে, অবশ্যই বিয়ে করব। তবে এখন নয়। এই বছরটা যাক, পরের বছর একটা প্ল্যান করছি, তারপর পরিস্থিতি, দেখা যাক, তবে করব তো বটেই, আজ নয় কাল, এইটুকু বলতে পারি।