মালদ্বীপ হল তারকাদের ভ্যাকেশন কাটানোর আইল্যান্ড। এই মুহূর্তে আইল্যান্ডটির মাটিতে পা রেয়েছেন পরিণীতি চোপড়া। ভাই শিবাঙ্গের সঙ্গে সাতদিন বোটে ভুরবেন পরী। স্কুবা ডাইভিংয়ে মন দিয়েছেন অভিনেত্রী। ছেলের জন্মদিনে তাঁর সঙ্গে মালদ্বীপেই কোয়ালিটি সময় কাটালেন অজয় দেবগণ। বাংলার রাজ চক্রবর্তীর পরিবারও গিয়েছেন সেখানে। তাঁদের একরত্তি ইউভানকে নিয়ে চলে গিয়েছেন সেলেব দম্পতি। কিছুদিন আগে আলিয়া-রণবীর, দেব-রুক্মিণীও ছুটি কাটিয়ে এসেছেন। এবার মালদ্বীপ গেলেন বিগ বস ১৪-র বিজেতা রুবিনা দিলায়েক ও তাঁর স্বামী অভিনব শুক্লা। প্রতি মুহূর্তের ছবি শেয়ার করছেন তাঁরাও।
২৭ সেপ্টেম্বর মালদ্বীপে পৌঁছেছেন রুবিনা-অভিনব। উপলক্ষ্য অভিনবের জন্মদিন পালন। কিন্তু রুবিনার কাজের যা শিডিউল, তাতে মনে হচ্ছে না, কেবল অভিনবের জন্মদিনের কারণে দ্বীপে গিয়েছেন।
বিগ বস ১৫-র চরম প্রস্তুতি পর্ব চলছে। রুবিনাকে শোতে দেখা যাবে ট্রাইব লিডারের ভূমিকায়। একই ভূমিকায় থাকবেন শ্বেতা তিওয়ারি, গওহর খানও। তাঁদের ক্যাপটেন পদে রাখা হবে বলে খবর। প্রতিযোগীদের বিভিন্ন দলে ভাগ করা হয়েছে।
শো শুরু হয়ে গেলে অনেকগুলো দিন চরম ব্যস্ততার মধ্যে কাটতে চলেছে রুবিনার। তার আগে কোয়ালিটি সময় কাটানোর জন্য দারুণ সুযোগ পেলেন দু’জনে। মালদ্বীপ থেকে একান্তে সময় কাটানোর নানা ছবিও তাঁরা পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।
তাঁর এই হলিডে ওয়ার্ডরোবের কিছু ছবি রুবিনা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। বলেছেন, “আপনারা দেখতে পাচ্ছেন আমি ছুটিতে এসেছি। দারুণ আনন্দ করব।”
২০১৮ সালে বিয়ে করেন রুবিনা ও অভিনব। বিগ বস ১৪ সিজনের প্রতিযোগী ছিলেন তাঁরা। রুবিনাই বিজেতা হয়েছিলেন। মাঝে তাঁদের সম্পর্ক খাদের ধারে দাঁড়িয়ে ছিল। কিন্তু পরবর্তীতে সব ঠিক হয়ে যায়।
আরও পড়ুন: Abir-Mimi: বাড়ি ফেরার সময় ‘এত কষ্ট’ কেন? আবীরের কাছে প্রকাশ্যে জানতে চাইলেন মিমি
আরও পড়ুন: Trina Saha: বৃষ্টির দিনে ‘পোহা’ খেতে চাইলেন সৌজন্যর গুনগুন, নেচে জানালেন মনের ইচ্ছে?
আরও পড়ুন: Prosenjit-Tapas: প্রয়াত অভিনেতা তাপস পালের জন্মদিনে তাঁর সম্পর্কে কী বললেন প্রসেনজিৎ?