Solanki-Gourab: টলিপাড়ায় এবার নতুন জুটি শোলাঙ্কি-গৌরব?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Oct 28, 2021 | 2:35 PM

সূত্রের খবর অনুযায়ী দর্শকরা পেতে চলেছে আরও এক নতুন জুটি। শোনা যাচ্ছে এই নতুন ধারাবাহিকে জুটি বাঁধতে চলেছেন শোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায়।

Solanki-Gourab: টলিপাড়ায় এবার নতুন জুটি শোলাঙ্কি-গৌরব?
শোলাঙ্কি-গৌরব

Follow Us

টলিপাড়ায় আবারও এক নতুন জুটি। শুরু হতে চলেছে আরও এক নতুন কাহিনী। স্টার জলসায় আসতে চলেছে আরও এক নতুন ধারাবাহিক। সূত্রের খবর অনুযায়ী দর্শকরা পেতে চলেছে আরও এক নতুন জুটি। শোনা যাচ্ছে এই নতুন ধারাবাহিকে জুটি বাঁধতে চলেছেন শোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায়।  এতদিন এই দু’জনকেই আলাদা আলাদা ভাবে পেয়েছেন দর্শকরা। কিছু দিন আগেই রানি রাসমণির শুটিং শেষ করেছেন গৌরব। অন্যদিকে কাদম্বিনী শেষ হওয়ার পর বেশ কিছুদিনের বিরতি নিয়েছিলেন শোলাঙ্কি।

সূত্রের খবর অনুযায়ী, আসছে ডিসেম্বরই শুটিং শুরু হওয়ার কথা। আর সব ঠিক থাকলে এই নভেম্বরেই হবে প্রোমোর শুটিং। প্রযোজনার দায়িত্বে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট। আগেও এই অ্যাক্রোপলিসের তরফে নতুন নতুন জুটি উপহার পেয়েছে বাংলা টেলিভিশনের দর্শকরা। তা সে ‘মন ফাগুন’ ধারাবাহিকের শন, সৃজলাই হোক কিংবা ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের গৌরবঅর্কজা জুটি। বরাবরই থেকেছে নানা চমক। এবারও যে তার অন্যথা হবে না, তা বলা যেতেই পারে।

পর্দায় আর মথুর বাবুকে দেখা যাবে না এই কথা ভেবে বেশ মন খারাপই ছিল দর্শকদের। তার কয়েকদিন আগেই দেখা গিয়েছিল রানিমার তিরোধান পর্ব। তা এমনিতেই বিষন্ন করেছিল রানিমার ভক্তদের। আর তারপর মথুরবাবুর চরিত্রকে আর দেখতে না পাওয়ার খবর পাওয়া মাত্র আরও বেশি মন ভারাক্রান্ত হয় দর্শকদের।

শুধুই কি দর্শকদের মন খারাপ হয়েছিল? না, তা বললে মস্ত ভুল করা হবে। অন্যদিকে গৌরবেরও কম মন খারাপ হয়নি। মথুরামোহন বিশ্বাস হিসেবে শেষ শট দেওয়ার পরই সেট থেকে পালিয়ে আসেন অভিনেতা। এতদিন ধরে একসঙ্গে কাজ করতে করতে শুটিংয়ের সেটই তো পরিবার হয়ে যায়। একসঙ্গে দিনের অর্ধেকটা কাটানো। একটা অভ্যেসে পরিণত হয়। সেই অভ্যেস হঠাৎ করে একদিনে বন্ধ হয়ে যাওয়া তো মুখের কথা নয়।

অন্যদিকে শোলাঙ্কির ‘কাদম্বিনী’ শেষ হয়েছে তাও নয় নয় করে কেটে গিয়েছে প্রায় আট মাস। কাদম্বিনী গাঙ্গুলি রূপে পর্দায় শোলাঙ্কিকে দেখে বেশ চমকে গিয়েছিলেন তাঁর ভক্তরা। তারপর বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আপাতত শোলাঙ্কি ব্যস্ত তাঁর নতুন ওয়েব সিরিজের শুটিংয়ে। সেখানেও নতুন জুটি হিসেবে দর্শকরা পেতে চলেছেন শোলাঙ্কি এবং সোহম মজুমদারকে। তবে এই শোলাঙ্কিগৌরব জুটিকে কবে দেখবে দর্শকরা? তা তো সময়ই বলবে।

আরও পড়ুন:Shahrukh-Salman: কাছাকাছি আসছেন শাহরুখ-সলমন, আরিয়ানের জন্য দিনরাত প্রার্থনা করছেন সেলিম-হেলেন

আরও পড়ুন:Mumbai Cruise Drug Case: ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্তে চার সদস্যের বিশেষ দল গঠন করল মুম্বই পুলিশ

আরও পড়ুন:Mumbai Cruise Drug Case: ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্তে চার সদস্যের বিশেষ দল গঠন করল মুম্বই পুলিশ

Next Article