হিন্দি রিয়ালিটি শো নিয়ে একাধিক বিতর্ক তুঙ্গে। একের পর এক সেলেবের মুখে ফাঁস হচ্ছে গোপন ফান্ডা, কেউ বলছেন, টাকার বিনিময় বিচার, কখনও আবার সামনে উঠে আসছে স্বজন-পোষণের প্রসঙ্গ। গায়ক অমিত কুমার এর আগেই এমনই মন্তব্যের জেরে ভাইরাল হয়েছিল বিনোদন জগতে। তাঁকে কিশোর কুমারের স্পেশ্যাল পর্বে নিয়ে যাওয়া হয়েছিল, আর সেখানেই একের পর এক গানকে তিনি সাবাস তকমা দিয়েছিলেন। এরপর তিনি নিজেই মুখ খুলে জানিয়েছিলেন, ভালো না লাগার সত্ত্বেও তাঁকে এমনভাবে মন্তব্য করতে বাধ্য করা হয়েছিল। এই খবর সামনে আসা মাত্রই তা সর্বত্র ভাইরাল হয়ে গিয়েছিল।
যার সাফাইয়ে জনপ্রিয় চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছিল যে, প্রতিযোগীদের উৎসাহী করতেই এমনই উদ্যোগ নেওয়া। কেবল এই টুকুর উদ্দেশে এমন অনুরোধ করা হয়ে থাকে চ্যানেলের পক্ষ থেকে। কয়েকদিন আগেই সোনু নিগম হিন্দি জনপ্রিয় রিয়ালিটি শো ছেড়ে বাংলার বুকে বিচারকের আসনে। অনেকেরই মনে এক বাক্যে প্রণ, এমনটা কেন ঘটালেন তিনি! উত্তরটা তিনি যেভাবে দিয়েছিলেন, তাতে আবারও পুরোনো জল্পনা ঘিরে তোলপাড় হল নেটপাড়া।
সুপার সিঙ্গর ৩-তে বিচারকের ভূমিকাতে সোনু নিগমের খবর ভাইরাল প্রথম থেকেই। তবে কেন বলিউড থেকে বাংলার বুকে! উত্তর সাফ, মিথ্যে প্রশংসা করতে নারাজ সোনু নিগম। তিনি সাফ জানিয়েছিলেন, বিভিন্ন চ্যানেলের কতৃপক্ষ থেকে বারে বারে ভুয়ো প্রশংসা করার আবেদন আসে। মন থেকে দেওয়া যায় না বিচার। আর এই পন্থাকেই মেনে নিতে নারাজ সোনু নিগম। তিনি সাফ জানিয়েছিলেন, এভাবে চলতে পারে না। আর তাই তিনি বাংলার বুকে এসেছে রিয়ালিটি শো-তে যুক্ত হলেন। তবে এখানেই বেশ খানিকটা প্রমাণিত যে এখানে বিচার বিষয় তেমন কোনও সমস্যা সেভাবে বিচারকদের ফেস করতে হয় না। আর সেই আশাতেই এবার সুপার সিঙ্গর-এর তৃতীয় সফরে সামিল হয়েছেন তিনি। প্রতিটা পদে পদে কটাক্ষের শিকার হতে হচ্ছে হিন্দি রিয়ালিটি শো-কে। সোনু নিগমের মতে তিনি এমনই আবেদন রাখতে রাখতে ক্লান্ত। আমার উচ্চাকাঙ্খা, আর সেই কারণেই সরে দাঁড়ান তিনি হিন্দি রিয়ালিটি শো থেকে।
আরও পড়ুন- Unknown Facts: ছিল না বিন্দুমাত্র সংযম, রাতারাতি মদ্যপান ছাড়ার সিদ্ধান্ত আমিরের
আরও পড়ুন- Unknown Facts: পুরুষদের এই জিনিসটি ভীষণ পছন্দের আলিয়ার, রইল রণবীর-প্রেমিকার গোপন ফান্ডা