Tollywood: নিখিলের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন ‘মিঠাই’, কোথায় দেখা হল তাঁদের?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 01, 2021 | 9:45 PM

নুসরত সদ্য মা হয়েছেন। ঘরে এসেছে ছোট্ট ঈশান। নুসরতের মা হওয়ার খবর শোনার পর টিভিনাইন বাংলার মাধ্যমে নিখিল তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

Tollywood: নিখিলের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন মিঠাই, কোথায় দেখা হল তাঁদের?
নিখিল ও সৌমিতৃষা।

Follow Us

মিঠাই অর্থাৎ সৌমিতৃষা– নেটিজেনদের চোখের মণি। ধারাবাহিকে তিনি টপার। সেই মিঠাইয়ের সঙ্গেই একফ্রেমে বন্দি হলেন ব্যবসায়ী ও অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের প্রাক্তন সহবাস সঙ্গী নিখিল জৈন। কোথায় গিয়েছিলেন তাঁরা? কোথায় দেখা হল তাঁদের।

ব্যক্তিগত জীবনে ঝড় উঠলেও ব্যবসার দিকে পুরোপুরি মনোনিবেশ করেছেন নিখিল। পুরুষদের বস্ত্র বিপণনী ব্র্যান্ড ‘রাঞ্ঝ’-এনেছেন বাজারে। তারই উদ্বোধন ছিল গতকাল অর্থাৎ রবিবার। হাজির হয়েছিলেন ইন্ডাস্ট্রির নামজাদারাও। সেখানেই হাজির হয়েছিলেন সৌমি তৃষাও। নিখিলের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লেখেন, “রাঞ্ঝের জন্য শুভকামনা। তোমার নতুন কাজের জন্য আমার শুভেচ্ছা,”

নুসরত সদ্য মা হয়েছেন। ঘরে এসেছে ছোট্ট ঈশান। নুসরতের মা হওয়ার খবর শোনার পর টিভিনাইন বাংলার মাধ্যমে নিখিল তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। নিখিল বলেছিলেন, “নতুন জীবনে প্রবেশ করল ও। মা হল নুসরত। সদ্যোজাতকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করছি ওকে। খুব ভাল থাকুক।” দেখতে যাবেন মা ও তাঁর সন্তানকে? পাশাপাশি যদিও জানিয়েছিলেন সদ্যোজাত ও তাঁর মা’কে তিনি দেখতে যাবেন না। বলেছিলেন, “সত্যি কথা বলতে বাচ্চাটিকেও দেখতে চাই না। তার কারণ একটাই, বিগত কিছু মাস ধরে আমার আর নুসরতের মধ্যে দূরত্ব বাচ্চাটির মধ্যে কোনও প্রভাব ফেলুক তা আমি চাই না। তবে আমি যা চাই তা হল বাচ্চাটি খুব ভাল থাকুক। সবচেয়ে সুখী ব্যক্তি হয়ে উঠুক। আপনাদের মাধ্যমেই ওদেরকে শুভেচ্ছা। ভগবান আমার শুভকামনা বাচ্চাটিকে পৌঁছে দেবে ঠিক।”

২০১৯ সালে তুরস্কে বিয়ে করেছিলেন নুসরত ও নিখিল। সেই বিয়ের সুন্দর নামকরণ করা হয়েছিল – ‘দ্য এন জে অ্যাফেয়ার’। যদিও মাস কয়েক আগে অবনতি ঘটে সম্পর্কের। এক বিবৃতি প্রকাশ করা হয় নুসরতের তরফে। সেই বিবৃতিতে নুসরত দাবি করেন, আইনগতভাবে নিখিলের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হননি তিনি। নিখিল তাঁর ‘লিভ-ইন পার্টনার’ ছিলেন। নুসরতের এই বক্তব্যকে ঘিরে তুলকালাম রাজনৈতিক ময়দান থেকে টলিউড। পাল্টা বিবৃতি দেন নিখিলও।

তিনি বলেছিলেন, “রেজিস্ট্রি বিয়ের কথা বারবার বলা সত্বেও নুসরত এড়িয়ে গিয়েছেন।” এখানেই থামেননি নিখিল। একের পর এক অভিযোগের তির ছোঁড়েন অভিনেত্রীর দিকে। যোগ করেছিলেন, “আমরা স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে থাকতাম। এবং সমাজেও বিবাহিত হিসেবে আমরা পরিচিত। একজন বিশ্বস্ত স্বামী হিসেবে নিজের দায়িত্ব পালন করেছি। কিন্তু ২০২০ অগাস্ট মাসের এক শুটিংয়ের পর থেকে তাঁর বৈবাহিক জীবনে পরিবর্তন আসে। এবং তার কারণ তিনিই জানেন।” শেষমেষ গত ৮ মার্চ আলিপুর আদালতে বিয়ে বাতিলের জন্য সিভিল স্যুট দায়ের করা হয় নিখিলের তরফে। সেই মামলা আজও চলছে।

 

আরও পড়ুন:Malvika Raaj: কভি খুশি কভি গম’-এর ছোট্ট ‘পু’কে মনে আছে! বলিউডে কামব্যাক তাঁর, বিপরীতে কে?

আরও পড়ুন:Bigg Boss 15: শমিতাকে প্রকাশ্যেই ফ্লার্ট, জয়কে সাবধান করলেন নিশান্ত, দেখুন ভিডিয়ো

 

Next Article