সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি বেল বটমের প্রচারের কপিল শর্মার শো’র নতুন সিজনে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার। সেখানেই শাহরুখের এক ভক্তদের সঙ্গে পরিচয় হয় খিলাড়ি কুমারের। ভক্তের অনুরোধে শাহরুখকে ফোন করতেই এমন কাণ্ড ঘটল যে হাসি চেপে রাখতে পারলেন না অনুষ্ঠানে হাজির অন্যান্যরা।
দর্শকদের জন্য একটি বিশেষ প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন কপিল। তিনি প্রশ্ন রেখেছিলেন, এমন একজন ব্যক্তি নাম বলতে যার সঙ্গে হাইজ্যাক হতে চাইবেন আপনি। দর্শকের মধ্যে থেকেই এক মহিলা বলে ওঠেন শাহরুখ খান। তিনি আরও যোগ করেন, ভবিষ্যতে শাহরুখের মতো একজনকেই বিয়ে করতে চান তিনি। শাহরুখের প্রতি এমন নিঃস্বার্থ ভালবাসা দেখে মঞ্চ থেকেই বন্ধ শাহরুখকে ফোন করেন অক্ষয়। কিন্তু তাঁর ফোন বন্ধ আসে। আরও একটি নম্বরে ফোন করেন অক্ষয়। কিন্তু তাও বন্ধ। এর পরেই সেই মহিলা ভক্ত অক্ষয়কে অনুরোধ করেন, শাহরুখকে যখন পাচ্ছেনই না তখন তিনি যে অভিনেতার স্ত্রী গৌরি খানকেই ফোন করেন। এই কথা শুনেই হাসিতে ফেটে পড়ে উপস্থিত সকলে। ক্রাশকে পাওয়া যাচ্ছে না বলে ক্রাশের স্ত্রীকে ফোন! এ সত্যিই মজাদার। কপিল রসিকতা করে অক্ষয়কে বলেন, গৌরি এবার অক্ষয়ের উপরেই রেগে যাবে। মনে মনে ভাববেন তিনি তাঁর স্বামীকে খারাপ করছেন।
একদিকে যেমন হাসি-মজা চলছেই অন্যদিকে শো’র নতুন সিজন শুরু হতে না হতেই বিতর্কের মুখে কপিল শর্মার শো। অভিনেত্রী বাণী কাপুরকে শো’য়ে ডেকে বডি শেম করার অভিযোগ উঠেছে সঞ্চালক কপিল ও ভারতীর বিরুদ্ধে।
বেল বটমের প্রচারে ওই শো’য়ে এসেছিলেন অভিনেতা অক্ষয় কুমারের পাশাপাশি হাজির ছিলেন বাণী কাপুর সহ গোটা টিম। সেখানেই পোস্ট কা পোস্টমর্টেম নামক একটি সেগমেন্টে নেটিজেনদের কমেন্ট পড়ার সময় জনৈক এক নেটিজেনের কমেন্ট পছন্দ করেন কপিল। সেই কমেন্টে লেখা রয়েছে, ‘মহিষের দুধ খাও বাণী। অনেক দুর্বল হয়ে পড়েছ তুমি’। জায়েন্ট স্ক্রিনে ভেসে ওঠে সেই কমেন্ট। বাণী যে অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়েছেন তা বলে দিচ্ছিল তাঁর অভিব্যক্তি। এখানেই শেষ নয়, ভারতী সিংও বাণীকে জড়িয়ে ধরার সময় আচমকাই বলে ওঠেন, ‘এখানে আরও এক জনের জায়গা আছে।” অর্থাৎ তিনি এতই রোগা যে তাঁকে জড়িয়ে ধরার পরেও আর একজনকে জড়িয়ে ধরতে পারবেন ভারতী।
আপাত দৃষ্টিতে মজার মনে হলেও আপত্তি জানিয়েছেন বাণী ভক্তরা। তাঁদের বক্তব্য, “কেউ মোটা হলে তাঁর শরীর নিয়ে মন্তব্য করা যেমন অশোভন। ঠিক তেমনি রোগা হলেও তাঁর শরীরের গঠন নিয়ে প্রকাশ্যে এ রূপ মন্তব্য করা কি আদপে উচিত”? যদিও পাল্টা মন্তব্যও উড়ে এসেছে। অনেকেই বলেছেন, “ভারতী নিজেও নিজের দৈহিক গঠন নিয়ে বিভিন্ন সময়ে নানা মন্তব্য করে থাকেন। তিনি কমেডিয়ান। তাই সব কথাকে এত সিরিয়াস ভাবে নেওয়া উচিত নয়।