The Kapil Sharma Show: সিধুর জন্য নিজের জায়গা ছেড়ে দিতে রাজি অর্চনা!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 30, 2021 | 12:29 PM

শো'য়ে অর্চনার ভূমিকা নিয়ে বারেবারেই প্রশ্ন উঠেছে। অনেকেই প্রশ্ন করেছেন, "বসে থাকা ছাড়া তিনি করেনই বা কী?" তারও জবাব দিয়েছেন অর্চনা।

The Kapil Sharma Show: সিধুর জন্য নিজের জায়গা ছেড়ে দিতে রাজি অর্চনা!
নিজের জায়গা ছেড়ে দিতে রাজি অর্চনা!

Follow Us

পঞ্জাব কংগ্রেসের সভাপতি পদে সদ্য ইস্তফা দিয়েছেন নভজ্যোৎ সিং সিধু। এরপরেই ইন্ডাস্ট্রির ফিসফাস, তবে কি জনপ্রিয় রিয়ালিটি শো’তে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে প্রাক্তন এই ক্রিকেটারকে? যদি তাই হয় তাহলে এই মুহূর্তে সেই জায়গায় আসীন অর্চনা পূরণ সিংয়ের অবস্থানই বা কী হতে পারে? এ বার তা নিয়েই মুখ খুললেন অর্চনা।

২০১৯ সালে ওই শো ত্যাগ করেছিলেন সিধু। অর্চনা তাঁর জায়গা নিয়েছিলেন। সিধু ফিরতে চাইলে আবারও সেই জায়গা তিনি খালি করে দেবেন বলেই জানিয়েছেন অর্চনা। তাঁর কথায়, “সিধু সত্যিই যদি এই শো’য়ে আবার প্রবেশ করে তবে আমার ভালই হবে। আমি অন্য অনেক কাজ করতে পারব, যা এতদিন করতে পারিনি। সপ্তাহে দুই দিন এই শো’র জন্য আমায় খালি রাখতে হয়। কোনও কাজ নিতে পারিনি। বিশেষত যে সমস্ত শুটিং ভারতের বাইরে অথবা মুম্বইয়ের বাইরে সে সব করতে পারিনি এতদিন।” তিনি আরও জানান, কিছুদিন আগেই লন্ডনে এক শুটের জন্য যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই প্রস্তাবও এই শো’র জন্য ফিরিয়ে দিতে হয়েছে তাঁকে। অর্চনা জায়গা ছেড়ে দেওয়ার কথা বললেও নির্মাতাদের পক্ষ থেকে যদিও এখনও সিধুর প্রত্যাবর্তন নিয়ে কিছু জানানো হয়নি।


শো’য়ে অর্চনার ভূমিকা নিয়ে বারেবারেই প্রশ্ন উঠেছে। অনেকেই প্রশ্ন করেছেন, “বসে থাকা ছাড়া তিনি করেনই বা কী?” তারও জবাব দিয়েছেন অর্চনা। তিনি বলেছেন, “যারা মনে করছে শো’য়ে আমার কিছুই করার নেই, তাঁদের কাছে আমার অনুরোধ, সেটে একদিন আসুন। দেখে যান, একই ভাবে ৬-৭ ঘণ্টা বসে থাকা, অন্যের জোক শোনা এবং পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া দেওয়া কতটা কঠিন কাজ। ”

দিন কয়েক আগেই নিজের বয়স নিয়ে মুখ খুলেছিলেন অর্চনা। ইন্ডাস্ট্রিতে বয়স লুকোনোর প্রবণতা নিয়ে তিনি বলেছিলেন, “আমার ৪০ বছরের কেরিয়ারে কোনও সেক্রেটারি বা এজেন্ট নেই। একবারই কয়েকমাসের জন্য ম্যানেজার হিসেবে একজন ছিলেন। আমাকে কেউ বয়স জিজ্ঞেস করলে আমি বলতাম, ‘২০ বা ২১’। আমার ম্যানেজার বলত, ‘বয়স বলো না’। আমি বলতাম, ‘আরে ২০ বছর বয়স আমার। ৪০ তো হয়নি’। ওই ম্যানেজার বলত, ‘না, এখনও বলো না। কারণ লোকে হিসেব রাখবে। ১০ বছর পরে ৩০ হবে, সেটা ওদের হিসেবে থাকবে’। এটাই সাধারণ ট্রেন্ড। লোকে তো তিন বছরে একবার জন্মদিন সেলিব্রেট করে।”

অর্চনা মনে করেন, ইন্টারনেটের আগের যুগে তাও হয়তো নায়ক, নায়িকাদের পক্ষে বয়স লুকিয়ে রাখা সহজ ছিল। কিন্তু এখন সব তথ্য সকলের হাতের মুঠোয়। তিনি বলেন, “সার্চ করলেই সব খবর পাওয়া যায়। বয়স লুকিয়ে রাখার ট্রেন্ডে আমি বিশ্বাসী নই। যদি সন্তানরা বড় হয়ে যায়, লোকে সেটা দেখেন, ২৫ বছরের সন্তান থাকলে কি মায়ের বয়স ১৬ হতে পারে?”

আরও পড়ুন- Katrina Kaif’s lookalike: ক্যাটরিনা কাইফের মতো দেখতে এই মহিলা আসলে কে?

Next Article
Bhaswar Chatterjee: গান গেয়ে এক বিশেষ মানুষকে জন্মদিনের শ্রদ্ধা জানালেন ভাস্বর
Shweta Tiwari: শ্বেতার শারীরিক পরিস্থিতি নিয়ে কটাক্ষ করলেন অভিনব