শেহনাজের জীবনের অতীত ঘিরে থাকা অন্ধকার অধ্যায় কাটিয়ে ওঠার চেষ্টা। বিগ বস-এর সেটেি প্রথম পরিচয় ঘটে ভক্তদের সঙ্গে। তবে থেকেি পথচলা শুরু, মিষ্টি স্বভাবের একটি মেয়ে, যাঁর প্রতিটা পদে পদে জড়িয়ে থাকা একাধিক অধ্যায়ের কেন্দ্রে ছিল একটাই নাম, সিদ্ধার্থ শুক্লা, সিডনাজ বলেই পরিচিত তিনি নেট দুনিয়ায়। একের পর এক ভক্তেদর মনে যখন জায়গা করে নিতে শুরু করে, ঠিক তখনই ঘটে ছন্দপতন। সলমন খানের কথায় পঞ্জাবের ক্যাটরিনা, তবে শরীরের বাড়তি মেদ ঝড়িয়ে তিনি সর্বদাই ঝড়ের গতীতে এগিয়ে যেতেই চেয়েছিলেন। একই স্বপ্ন দেখেছিলেন সিদ্ধার্থ শুক্লা। নিজেদের মধ্যে কোথাও যেন সেই স্বপ্নকেই গেঁথে নিয়েছিলেন শেহনাজ, একের পর এক ভলো কাজ করার পরিকল্পনা যখন করছিলেন, ঠিক সেই সময়ই ঘটে ছন্দপতন।
চিরনিদ্রায় সিদ্ধার্থ শুক্লা, চোখের জলে ভেসে যাওয়া সেই দিনটি ভোলার নয় ঠিকই, তবে শোক কাটিয়ে সিদ্ধার্থের দেখানো স্বপ্নকেই বাস্তব করতে চলেছেন তিনি। তার ঝলক মেলে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই। ঝড়ের গতীতে ভাইরাল হয়ে যায় শেহনাজের নয়া লুক। সিদ্ধার্থ বলেছিলেন, ঠিক যেন বার্বি গার্ল। এবার টিনসেল টাউনে কোমড় বেঁধে নেমে পড়তে নতুন করে কাজ শুরু করলেন শেহনাজ। ডাব্বু রতনানির সঙ্গে চলছে ফোটোশ্যুটের কাজ। এবার নতুন লুকে দেখা যাবে শেহনাজকে। তেমনটাই ভিডিও শেয়ার করে জানালেন ডাব্বু। পেছন থেকে ধরা দিলেন শেহনাজ। বহুদিন পর মুখে হাসি অভিনেত্রীর।
ভিডিও দেখা মাত্রই শিডনাজের ভক্তরা আবেগে ভেসে গেল। নতুন করে পথচলা শুরু করুক শেহনাজ, আর তেমনটাই করছে, জানালেন, ডাব্বুরও তিনি বেশ পছন্দের। তবে নতুন কি আসতে চলেছে তার কোনও উত্তর মেলেনি এখনও। মাঝে মধ্যে বিগ বসের ঘরে দেখা মেলে শেহনাজের, ইতিমধ্যেই এক মিউজিক ভিডিও, সিনেমা করে ফেলেছেন তিনি। তবে কোথাও গিয়ে যেন চেনা ছন্দে ফেরার আশা একপ্রকার ছেড়েই দিয়েছিল ভক্তমহল। তবে সকলের মন জয় করে এবার কামব্যাক লুকে ধরা দিলেন শেহনাজ।
আরও পড়ুন- Unknown Facts: পুরুষদের এই জিনিসটি ভীষণ পছন্দের আলিয়ার, রইল রণবীর-প্রেমিকার গোপন ফান্ডা
আরও পড়ুন- Alia Bhatt Birthday: জন্মদিনে আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’, একই অঙ্গে কত রূপ, ছকভাঙা উপহারে আলিয়া