আলিয়া ঠিক এই কারণেই ভোট দিতে পারবেন না এইবারের লোকসভা নির্বাচনে

Lok Sabha Elections: ভোটের দামামা বেজে গিয়েছে। সারাদেশে ভোট চলছে লোকসভার। এই গরম পরিস্থিতিতে নজর তারকাদের দিকেও। কে ভোট দেবেন, কে দেবেন না, তা নিয়েও আলোচনা এখন তুঙ্গে। এর মধ্যে জানা গেল, আলিয়া ভাট ভোট দিতে পারবেন না।

আলিয়া ঠিক এই কারণেই ভোট দিতে পারবেন না এইবারের লোকসভা নির্বাচনে
আলিয়া ভাট।
Follow Us:
| Updated on: Apr 25, 2024 | 10:46 AM

শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল উত্তরবঙ্গ, চেন্নাইসহ দেশের নানা রাজ্যের নানা জেলায় ভোট পর্ব মিটেছে। ১ জুন পর্যন্ত চলবে ভোট পর্ব। ৪ জুন ভোটের ফলাফল বের হবে। জানা যাবে, কোন রাজনৈতিক দল নির্বাচনে জিতেছে। এপ্রিল-মে মাস মিলিয়ে গোট দেশে চলবে প্রথম দফার ভোট। বিখ্যাতরাও ভোট দিচ্ছেন দেশে। কিন্তু জানেন কি, রণবীর কাপুরের স্ত্রী অভিনেত্রী আলিয়া ভাট দেবেন না। কেবল এইবার নয়, কোনওবারই তিনি ভোট দিতে পারেন না।

View this post on Instagram

এই খবরটিও পড়ুন

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

এর অন্যতম কারণ আলিয়া ভাট ভারতের নাগরিক নন। তিনি ব্রিটেনের নাগরিক। এর কারণ আলিয়ার মা সোনি রাজ়দান ব্রিটেনের নাগরিক। সেই কারণে আলিয়াও ব্রিটেনবাসী। কোনওদিনই তিনি ভারতের নাগরিক নন। ফলে এবারের লোকসভা ভোটটিও আলিয়া দিতে পারবেন না। কেবল আলিয়া নন, আরও অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, যাঁরা ভোট দিতে পারেন না ভারতে। সেই তালিকায় রয়েছেন ক্যাটরিনা কাইফ, ইমরান খান, জ্যাকলিন ফার্নান্ডিজ়, নোরা ফতেহি-সহ আরও অনেকেই।