এই অভিনেত্রীকেই যমের মতো ভয় পান কিং খান, দেখলেই লুকিয়ে পড়েন আড়ালে

Shahrukh Khan : কেবল শাহরুখ খান নন। সেই অভিনেত্রীকে অনেকেই ভয় করেন আজও। এদিক-ওদিক হলে তিনি কিন্তু বেশ ধমকও দেন। ভাবছেন তিনি জয়া বচ্চন। না না, এক্কেবারেই না। শাহরুখ ভয় পান বাসন্তীকে। ও মা, সে কী! বাসন্তীকে চিনলেন না?

এই অভিনেত্রীকেই যমের মতো ভয় পান কিং খান, দেখলেই লুকিয়ে পড়েন আড়ালে
শাহরুখ খান।
Follow Us:
| Updated on: Apr 24, 2024 | 11:20 PM

এক অভিনেত্রীকে যমের মতো ভয় পেতেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তাঁকে দেখলেই লুকিয়ে যেতেন। কেবল শাহরুখ খান নন। সেই অভিনেত্রীকে অনেকেই ভয় করেন আজও। এদিক-ওদিক হলে তিনি কিন্তু বেশ ধমকও দেন। ভাবছেন তিনি জয়া বচ্চন। না না, এক্কেবারেই না। শাহরুখ ভয় পান বাসন্তীকে।

বাসন্তীকে চিনলেন না? আরে সেই বাসন্তী,’শোলে’ ছবিতে যার উদ্দেশ্যে ধর্মেন্দ্র বলেছিলেন, ‘তুমহারা নাম কেয়া হ্যায় বসন্তী!’ অভিনেত্রী হেমা মালিনী। যাঁকে ধর্ম পরিবর্তন করে বিয়েটাও করেছিলেন ধর্মেন্দ্র। এই হেমাকে যমের মতো ভয় করেন শাহরুখ। এর জন্য দায়ী শাহরুখ নিজেই। শুনুন তবে।

অনেক বছর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ বেফাঁস বলে ফেলেছিলেন, “হেমা মালিনী পরিচালনা দিতে পারেন না।” সেই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল এই শিরোনামেই-হেমা মালিনী পরিচালনা দিতে পারেন না: শাহরুখ। সত্যি-সত্যি কিং খান এমন মন্তব্য করেছিলেন কি না, সেটা কেউ জানেন না যদিও। তবে শিরোনামে এমন বিষয় দেখে বুকের মধ্যে ভয় ধরেছিল তাঁর।

শাহরুখের কপালটাও খারাপই ছিল। সেই সময় যে স্টুডিয়োতে শুটিং করছিলেন তিনি, সেই একই স্টুডিয়োতে হেমা মালিনীরও শুটিং চলছিল। বুকে ভয় নিয়ে স্টুডিয়োতে গিয়েছিলেন কিং খান। গাড়ি থেকে নেমে মাথা নিচু করে পা টিপে-টিপে যাচ্ছিলেন মেকআপ রুমে। আর পড়লেন হেমা মালিনীর নজরেই। তাঁকে হাতের কাছে পেয়ে আর কী ছাড়েন হেমা। পিছন থেকে ডাক আসে ধর্মেন্দ্র-জায়ার–‘শাহরুখ এদিকে এসো…’ হাত-পা কাঁপতে শুরু করে কিং খানের। নিজের মেকআপ রুমে শাহরুখকে নিয়ে যান হেমা। পাশে বসিয়ে ধমকের সুরে বলেছিলেন, “এসব কী বলেছ তুমি, নয় তুমি খুব বিখ্যাত না হলে আমি…”