সোলো ট্রিপে এত্ত-এত্ত ছবি, কে তুলে দিচ্ছেন মধুমিতাকে?
Madhumita Sarkar: বিবাহবিচ্ছেদের পর নিজেকে আমল পাল্টে ফেলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। সিরিয়াল ছাড়াও কিছু সিনেমা এবং ওয়েব সিরিজ়ে তাঁকে দেখা গিয়েছে। এই মধুমিতা কিন্তু নিয়মিত সোলো ট্রিপে যান। সোলো ট্রিপ! যে ট্রিপে তিনি একা এবং নিজেই নিজের সঙ্গী।
বাংলা সিরিয়ালেই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল অভিনেত্রী মধুমিতা সরকারের। ‘সবিনয় নিবেদন’ ছিল সেই সিরিয়ালের নাম। যে চ্যানেলে সম্প্রচার হত, সেটি অনেকদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে। তবে রয়ে গিয়েছেন মধুমিতা। তারপর থেকে কখনও ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের পাখি, ‘কুসুমদোলা’র ইমন হয়ে পর্দায় আবির্ভূত হয়েছিলেন মধুমিতা। এখন তিনি সিরিয়াল থেকে পুরোপুরিই সরেছেন। হয়তো কোনও না-কোনওদিন আবার ফিরে আসবেন। এরই মধ্যে পরিচালক-অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদ ঘটে মধুমিতার। বিবাহবিচ্ছেদের পর নিজেকে আমল পাল্টে ফেলেছেন অভিনেত্রী। সিরিয়াল ছাড়াও কিছু সিনেমা এবং ওয়েব সিরিজ়ে তাঁকে দেখা গিয়েছে। এই মধুমিতা কিন্তু নিয়মিত সোলো ট্রিপে যান। সোলো ট্রিপ! যে ট্রিপে তিনি একা এবং নিজেই নিজের সঙ্গী।
কিন্তু সোলো ট্রিপে গিয়েও কেউ যেন তাঁর ছবি তুলে দেন। এই প্রশ্ন TV9 বাংলার নয়। এই প্রশ্ন নেটিজ়েনদের কেউ-কেউ ছুঁড়ে দিয়েছেন মধুমিতাকে। তাঁর সোলো ট্রিপের গুচ্ছ-গুচ্ছ ছবি এবং ভিডিয়োর নীচে কমেন্ট বক্স খুললেই মিলবে নানা কথা। কেউ বলেছেন, “সবটাই ভাঁওতা, কেউ নিশ্চয়ই যায়। না হলে অতরকম অ্যাঙ্গল থেকে কে ছবি তুলল।” এই প্রশ্নের উত্তরও দিয়েছেন মধুমিতা। তিনি সপাটে জানিয়েছেন, তাঁর সঙ্গে থাকেন গাইড। গাইডই তাঁর ছবি তুলে দেন। না করেন না।