এবার তথ্যচিত্রে তসলিমা নাসরিনের জীবন, শুটিং শুরু হলো দিল্লিতে
লেখিকা তসলিমা নাসরিনকে নিয়ে এবার তৈরি হচ্ছে তথ্যচিত্র। তসলিমার জার্নি অত্যন্ত আকর্ষণীয়। কারও ভীষণ প্রিয় লেখিকা তিনি, কেউ আবার তসলিমার থেকে মুখ ঘুরিয়ে নিতে চান। তরবারির মতো ধারালো কলমের জন্য তসলিমা তাঁর জন্মভূমি থেকে নির্বাসিত। প্রায় ৩১ বছর হল লেখিকা তাঁর প্রিয় জায়গার মাটিতে পা রাখতে পারেননি।

লেখিকা তসলিমা নাসরিনকে নিয়ে এবার তৈরি হচ্ছে তথ্যচিত্র। তসলিমার জার্নি অত্যন্ত আকর্ষণীয়। কারও ভীষণ প্রিয় লেখিকা তিনি, কেউ আবার তসলিমার থেকে মুখ ঘুরিয়ে নিতে চান। তরবারির মতো ধারালো কলমের জন্য তসলিমা তাঁর জন্মভূমি থেকে নির্বাসিত। প্রায় ৩১ বছর হল লেখিকা তাঁর প্রিয় জায়গার মাটিতে পা রাখতে পারেননি। সমাজভাবনা ব্যক্ত করার ক্ষেত্রে অকপট এই লেখিকা বহু বছর ধরেই চর্চার কেন্দ্রে। তাঁর কাজ, ভাবনা, জীবনযাপন সব কিছু নিয়েই এই সমাজ কী ভাবে, তিনি নিজে কত ঝড়-জলের সামনে দাঁড়িয়েছেন, সব কিছু জানার মোক্ষম সুযোগ এবার হাতের মুঠোয়।
পরিচালক সৌম্য সেনগুপ্ত এবার তসলিমা নাসরিনকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করছেন। তথ্যচিত্র তৈরির কাজে সৌম্য হাত পাকিয়েছেন অনেক বছর ধরে। ‘দ্য জিওসেন্ট্রিক ম্যান’, ‘আই অ্যাম জয়িতা’, ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’র পর সুলতানা বেগমকে নিয়ে তথ্যচিত্র তৈরি করেছিলেন সৌম্য। বর্তমান বাংলা সিনেমার এক বিখ্যাত পরিচালককে নিয়ে একটা ডকুমেন্টারি তৈরির কাছে তিনি বহু মাস ব্যস্ত ছিলেন। এবার দিল্লিতে শুরু করেছেন তসলিমাকে নিয়ে শুটিং।
তসলিমাকে কীভাবে রাজি করালেন এই ব্যাপারে? TV9 বাংলাকে সৌম্য জানালেন, ”আমার সঙ্গে কোনও পরিচয় ছিল না। এই কাজের জন্যই যোগাযোগ করি। দেখা করার সময় দিয়েছিলেন। সেখানে আমি আগে যেসব কাজ করেছি, সেগুলো সম্পর্কে ওঁকে জানাই। কীভাবে এই কাজটা করতে চাই, তা-ও জানাই। উনি বলেন, বিদেশ থেকেও এর আগে প্রস্তাব পেয়েছেন, এমন তথ্যচিত্র তৈরির বিষয়ে। তবে রাজি হননি। কিন্তু আমি যেভাবে বিষয়টা ভেবেছি, সেটা শুনেই ওঁর ভালো লেগেছে।”
এই মুহূর্তে দিল্লিতে বেশ কয়েকদিন তথ্যচিত্রের শুটিং করছেন তসলিমা। তারপর বিরতি। কালীপুজোর পর আবার তাঁকে নিয়ে শুটিং হবে। কলকাতা শহর ও বাংলাদেশেও শুটিং হবে এই তথ্যচিত্রের কিছু অংশের।
