কুণালের কথা শুনেই মাথা গরম হয়ে গেল, উনি সব গুলিয়ে ফেলেছেন: বিদীপ্তা
আরজি কর আন্দোলনে যোগ দেওয়া শিল্পীদের বয়কটের ডাক তৃণমূল মুখপাত্র তথা তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর তীব্র আক্রমণ, মিথ্যা বিকৃত ময়না তদন্তের রিপোর্ট নিয়ে ‘নাটক’ করা হয়েছে। তৃণমূল আয়োজিত অনুষ্ঠানে এই সকল শিল্পীদের যেন দেখা না যায় হুঁশিয়ারি দিচ্ছেন কুণাল।
আরজি কর আন্দোলনে যোগ দেওয়া শিল্পীদের বয়কটের ডাক তৃণমূল মুখপাত্র তথা তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর তীব্র আক্রমণ, মিথ্যা বিকৃত ময়না তদন্তের রিপোর্ট নিয়ে ‘নাটক’ করা হয়েছে। তৃণমূল আয়োজিত অনুষ্ঠানে এই সকল শিল্পীদের যেন দেখা না যায় হুঁশিয়ারি দিচ্ছেন কুণাল। তৃণমূল রাজ্য সম্পাদকের কথা শুনে বেজায় চটেছেন টলিপাড়ার শিল্পীরা। এ প্রসঙ্গে TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয় বিদীপ্তা চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ-সহ বেশ কিছু জনের সঙ্গে। শুটিংয়ের মাঝে কুণালের মন্তব্য শুনে রেগে আগুন বিদীপ্তা। তিনি বললেন, ” কথাটা শুনেই মাথা গরম হয়ে গেল। উনি তো দল আর সরকারের মাঝে সব গুলিয়ে ফেলছেন। তৃণমূল একটা দল। সরকার আলাদা বিষয়।
তৃণমূলের কোনও কিছুতে আমি থাকিনি আর থাকবও না। কিন্তু সরকার থেকে আমায় নেমতন্ন করা হলে সেখানে আমি যেতে বাধ্য। উনি গুলিয়ে ফেলেছেন। রাজ্য সরকার আলাদা বিষয়। আমি বিজেপি বিরোধী হতে পারি। কিন্তু সরকারের তরফে যদি কোনও কিছুতে আমায় আমন্ত্রণ জানানো হয় তাহলে আমি যেতে বাধ্য সেখানে। কলকাতা ফিল্মফেস্টিভ্যাল আমি গিয়েছিলাম। সেটা কি তৃণমূল করেছে বলে গিয়েছিলাম। সরকার থেকে আয়োজন করা হয়েছিল বলে গিয়েছিলাম। এই বোকা কথাগুলোর কোনও যুক্তিই আমি খুঁজে পাই না। কুণাল ঘোষ নামটা বলতে গেলে যে কয়েকটা শব্দ খরচ করতে হয় সেটাও আমি করতে চাই না।”
উল্লেখ্য, আরজি করের ঘটনার পর একাংশ শিল্পীদের পথে নামতে দেখা যায়। চিকিৎসকদের আন্দোলনে মিশে গিয়েছিলেন তাঁরা। এমনকী, ডাক্তাররা যখন অনশনে বসেছিলেন সেই সময়ও কয়েকজন শিল্পী প্রতীকী অনশনে সামিল হয়েছিলেন। এবার তাঁদের উদ্দেশ্যেই বার্তা গেল তৃণমূল নেতার। এ দিন সাংবাদিক বৈঠকে কুণাল বলেন,”আরজি করের নিন্দা করেছে বলে বাদ একদম নয়। একশো শতাংশ নিন্দা করবেন। কেন করবেন না? যাঁরা এই স্লোগান দিয়েছেন অমুকের গালে-গালে জুতো মারো তালে-তালে কখনও বলছেন বাংলাদেশের মতো পালাতে হবে। মিথ্যা বিকৃত ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে নাটক করেছেন। আমাদের দলের আয়োজিত কোনও অনুষ্ঠানে যেন তাঁদের দেখা না যায়। তৃণমূল কর্মীদের আবেগে আঘাত লাগছে।” তিনি জানান, দুমাস আগে বিপ্লব করেছেন। আর তারপর অ্যাডভান্স নিয়ে তৃণমূলের মঞ্চে নাচ-গান করবেন ওসব এবার হবে না।