Anamika Saha: বড়পর্দায় আবারও ফিরছেন খলনায়িকা রূপে অনামিকা সাহা, এবার দাপট রাজনীতির ময়দানে
Phire Aya: ছায়া মিত্রই হলেই এই ছবির প্রাণ কেন্দ্র, যাঁর ইশারায় বাঘে-গুরুতে এক ঘাটে জল খায়। অনামিকা সাহাকে এবার এই চরিত্রেই দেখা যাবে।
টলিউডে এক সময় দাপটের সঙ্গে যিনি নিজের পরিচিতি কেবলই খলনায়িকা বলেই উপস্থাপন করেছিলেন, সেই অনামিকা সাহাকে এখন ছোটপর্দায় পাওয়া এক অন্য লুকে। সম্প্রতি এক মেগা ধারাবাহিকে দেখা যার তাঁকে সরল সাদাসিধে ভুমিকায় অভিনয় করতে। অনেকেরই হয়তো বিন্দুমাসির এই রূপ মেনে নিতে বেজায় অস্বস্তি হয়। যদিও অনামিকা সাহা এ প্রসঙ্গে টিভি ৯ বাংলাকে জানান- চরিত্র ভাল হোক বা খারাপ, তিনি যখনই মেকআপ করেন, তখনই চরিত্রের ভেতর প্রবেশ করেন। ভাল হলে ভাল, খারাপ হলে খারাপ ভাবেই দর্শকদের সামেন তিনি ধরা দেন। যদিও এক বাক্যে এদিন অভিনেত্রী স্বীকার করে নিয়েছিলেন যে তিনি সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছিলেন তা হল খলনায়িকা। দাপটের সঙ্গে এদিন বিন্দুমাসি জানান- টলিউডে খলনায়িকা মানেই তিনি।
তবে বড়পর্দায় কবে আবারও সেই চেনা লুকে দাপটের সঙ্গে ধরা দেবেন অভিনেত্রী! প্রশ্ন ছিল সকলের মনে। এবার সেই সুখবরই এল সামনে। আসছে নতুন বাংলা ছবি ‘ফিরে আয়’। পরিচালক নতুন, অমিত দাশগুপ্ত, যিনি কেটু নামেই পরিচিত। তাঁরই ফ্রেমে এবার অনামিকা সাহার রুদ্রমূর্তী। অভিনয়ে থাকছেন- বিশ্বজিৎ চক্রবর্তী, অনামিকা সাহা, বোধিসত্ত্ব মজুমদার, সোমা চট্টোপাধ্যায় প্রমুখেরা। ছবির প্রেক্ষাপটে জড়িয়ে এক সাংবাদিকের মৃত্য। তিয়াসা বলে এক সাংবাদিক মহিলা সমীতির নেত্রী ছায়া মিত্রর কেচ্ছা সামনে তুলে আনতেই ঘটে বিপত্তি।
আর এই ছায়া মিত্রই হলেই এই ছবির প্রাণ কেন্দ্র, যাঁর ইশারায় বাঘে-গুরুতে এক ঘাটে জল খায়। অনামিকা সাহাকে এবার এই চরিত্রেই দেখা যাবে। যদিও ছবির প্রথমার্ধে তিনি বেশ দয়ালু, সমাজসেবী। শেষে বেরিয়ে আসতে দেখা যাবে তাঁর আসল রূপ। চরিত্র নিয়ে কী বললেন অনামিকা সাহা- ‘পরিচালক ছেলেটি নতুন, ভাল কাজ করছে, তাঁর সঙ্গে কাজ করে বেশ ভাল লাগল। পাশাপাশি গল্পটিও বেশ সময় উপযোগী। অনেকদিন পর আবারও সেই দাপটের সঙ্গে আমার চোখ রাঙানি, দর্শকদের কাছে সেই চেনা লুকে ফিরতে পেরে সত্যি আমারও বেশ ভাল লাগছে। আশা করি ছবিটা সকলেরই ভাল লাগবে’।