মজার খেলায় মেতেছেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। দর্শকদের একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন প্রাণখোলা। সম্পর্কে রাখেননি কোনও রাখঢাক। ঝগড়ায় কে জেতে, কেই বা ঝগরা হলে প্রথম ক্ষমা চায় এসব নিয়ে দর্শকমহলে একগুচ্ছ প্রশ্নের উত্তর দিয়েছেন তাঁরা।
একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বিহাইন্ড দ্য সিনে অঙ্কুশ ও ঐন্দ্রিলার প্রতি ছুড়ে দেওয়া হয়েছিল ৫টি প্রশ্ন। প্রশ্ন করা হয়েছিল, বাচ্চাদের সঙ্গে সবচেয়ে বেশি ফ্রেন্ডলি কে? কে বেশি নাক ডাকে? সম্পর্কে ঝগড়া হলে প্রথম বার সরি বলে কে? আবার কেই বা সবচেয়ে বেশি বার ঝগড়ায় যেতে? জিজ্ঞাসা করা হয়েছিল সঙ্গীতের ব্যাপারে বুঝদার কে? এই যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন ওঁরা।
ঐন্দ্রিলা মেনে নিয়েছেন তাঁর থেকে অঙ্কুশ সঙ্গীতের ব্যাপারে বেশি বুঝদার। বাচ্চাদের সঙ্গে দুজনেই মিশতে পারেন। অন্যদিকে কে বেশি নাক ডাকে এই প্রশ্ন করায় দুজনেই দুজনের দিকে আঙুল তুলে খুনসুটিতে মেতেছেন। এখানেই কিন্তু শেষ নয়, অঙ্কুশ সাফ জানিয়ে দিয়েছেন ঝগড়া হলে প্রথম বার সরিটা তাঁকেই বলতে হয়, অন্যদিকে ঝগড়াতেও বেশিরভাগ সময় ঐন্দ্রিলাই জয়ী। হাসতে হাসতে ঐন্দ্রিলা জানিয়েছেন, এ কথা নেহাতই মিথ্যে নয়, একেবারে খাঁটি সত্যি।
হঠাৎ করেই ওজন ঝরিয়ে ফেলেছেন ঐন্দ্রিলা। আগের থেকে অনেকটাই ছিপছিপে তিনি। স্পষ্ট তাঁর জ-লাইন। বেলিফ্যাট রাতারাতি উধাও। প্রেমিকার এই বদলের নেপথ্যে যে কঠিন পরিশ্রম রয়েছে তাকেই কুর্নিশ জানিয়ে দিন কয়েক আগে এক পোস্ট করেছিলেন অঙ্কুশ। তাঁর এখনকার ও মাস কয়েক আগের ছবি শেয়ার করে অঙ্কুশ লিখেছিলেন, “ম্যাজিক থেকে লাভ ম্যারেজ (ঐন্দ্রিলা-অঙ্কুশ জুটির দুই ছবি) … হোয়াট আ ট্রান্সফরমেশন। তোমার জন্য গর্বিত। অনেক পথ চলা বাকি। এভাবেই এগিয়ে যাও। কঠিক পরিশ্রম ও একইরকম ইচ্ছেশক্তিকে সঙ্গে নিয়ে।” প্রেমিকের পোস্টে অঙ্কুশকেই ট্যাগ করে ঐন্দ্রিলা লিখেছেন, “তুমিই আমার মোটিভেশন”।
বিগত বেশ কিছু মাস ধরেই ঐন্দ্রিলার ইনস্টা প্রোফাইল অনুসরণ করলেই দেখা যাবে অভিনেত্রী ঘনঘন পোস্ট করছিলেন তাঁর ওয়ার্ক আউট ভিডিয়ো। কখনও জিমে ওয়েট লিফটিং করছেন আবার কখনও বা বেছে নিচ্ছে অন্য কোনও শারীরিক কসরত। কথায় বলে সবুরে মেওয়া ফেলে। সেই প্রবাদবাক্যকেই হাতে কলমে প্রমাণ করেছেন অভিনেত্রী। কেন হঠাৎ তাঁর এই ওয়েট লস জার্নি? লাভ ম্যারেজ নামক এক ছবিতে আবারও দেখা যেতে চলেছে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে। ছবির কারণে ও নিজে ফিট থাকতেই ওজন কমানো তাঁর জানা যাচ্ছে এমনটাই।
আরও পড়ুন- Indrani Halder: শ্রীময়ীকে দেখে হিংসে হয়, ওঁর মতো আমারও যদি এক রোহিত সেন থাকত: ইন্দ্রাণী হালদার