Tolly Gossip: ‘সেই রাত ভোলার নয়’, প্রাক্তনের বিয়ের রাতে কী লিখলেন অনুপম রায়?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 27, 2023 | 5:26 PM

Tolly Gossip: অগ্রহায়ণের রাতে এক হচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। প্রায় দুই বছর চুটিয়ে প্রেম করার পর বসন্ত আসার অনেক আগেই ঘরোয়া ভাবে সইসাবুদ সেরে ফেলছেন তাঁরা। এ কথা কারও অজানা নয়, পিয়া গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। ২০২১ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।

Tolly Gossip: সেই রাত ভোলার নয়, প্রাক্তনের বিয়ের রাতে কী লিখলেন অনুপম রায়?
প্রাক্তনের বিয়ের রাতে কী লিখলেন অনুপম রায়?

Follow Us

অগ্রহায়ণের রাতে এক হচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। প্রায় দুই বছর চুটিয়ে প্রেম করার পর বসন্ত আসার অনেক আগেই ঘরোয়া ভাবে সইসাবুদ সেরে ফেলছেন তাঁরা। এ কথা কারও অজানা নয়, পিয়া গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। ২০২১ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। দেউচা পাচামি সমস্যা, শ্রমজীবি ক্যান্টিন, করোনা কালে ত্রাণ বিলির মধ্যে দিয়েই পরমব্রত ও পিয়া কাছাকাছি আসেন। শোনা যায়, অনুপমের সঙ্গে সম্পর্ক থাকাকালীনই নাকি ভালবাসার ঢেউ এসে লাগে পরম-পিয়ার অন্তরে। সে যাই হোক, নতুন জীবন শুরু করছেন প্রাক্তন। আর অনুপম? তিনি কোথায়? পিয়ার জীবনের জন্য শুভেচ্ছা নাকি নিভৃতে দিন যাপন? রইল টিভিনাইন বাংলার এই প্রতিবেদনে…

গত ২৪ ঘণ্টায় মোট তিনটে পোস্ট শেয়ার করেছেন অনুপম। যার একটিতে সান ফ্রান্সিসকো ভ্রমণের ছবি, অন্যটিতে রয়েছে শো’র ‘বিহাইন্ড দ্য সিন’, আর একটিতে আত্মহত্যার প্রসঙ্গ। লেখক অরিন্দম চক্রবর্তীর বইয়ের বেশ কিছু লাইন তুলে অনুপম লিখেছেন, “নিজেই নিজেকে মারা, অন্যকে দিয়ে নিজেকে মারানো আর নিজেকে মরতে দেওয়া – এই তিনভাবেই আত্মহত্যা সম্ভব। কাজেই নিজেকে উদ্যোগ নিয়ে নিজেকে মারতে হবে – এমন নয়।” এই পোস্টে ‘বাস্তবের সঙ্গে মিল’ আছে কিনা তা অনুপমই জানেন, তবে কমেন্ট বক্সে এসেছে গায়কের প্রতি সহমর্মীতা। অনেকেই লিখেছেন, “এগিয়ে যান, স্মৃতি সতত সুখের নয়। তা মেনে নিয়েই ভাল থাকুন।” অন্য পোস্টটি নবদ্বীপে একটি শো’র কিছু ছবি। যা শেয়ার করে অনুপম লিখেছেন, “ধন্যবাদ নবদ্বীপ। সেই রাত ভোলবার নয়। আবার দেখা হবে।” না, প্রাক্তন ও ‘বন্ধু’ পরমের বিয়ে নিয়ে বাড়তি কোনও কথা বলতে দেখা যায়নি তাঁকে। এমনকি টিভিনাইন বাংলা যখন এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে যোগাযোগও করে এড়িয়েই যান গায়ক। জানিয়ে দেন, ‘কিছুই বলার নেই’। অনুপমে মনের রিংটোনেও কি বাজছে, ‘আমাকে আমার মতো থাকতে দাও… আমি নিজেকে নিজের মতো…’।

Next Article