Nikki Tamboli: জাহ্নবীর পর এবার নিকি, ব্লাউজের কাটিং নিয়ে চলল লাগাতার ট্রোলিং

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 28, 2022 | 11:04 PM

Nikki Tamboli: দিন কয়েক আগেই ট্রোল্ড হতে হয়েছিল জাহ্নবী কাপুরকে। বলিউডের বিগ বাজেট বিয়েতা সাদা শাড়ির সঙ্গে ব্রালেটে জাহ্নবীকে দেখে চলেছিল নানা আলোচনা। এবার ট্রোল্ড হতেও হল আর এক অভিনেত্রীকে। তিনি বিগবস খ্যাত নিক্কি তাম্বোলি।

1 / 5
সম্প্রতি এক ফোটোশুট করেছেন নিক্কি। সেখানেই এক নিওন শাড়ির সঙ্গে তিনি বেছে নিয়েছিলেন মানানসই ব্রালেট। ব্যস তাতেই তাঁকে পড়তে হল ট্রোলিংয়ের মুখে।

সম্প্রতি এক ফোটোশুট করেছেন নিক্কি। সেখানেই এক নিওন শাড়ির সঙ্গে তিনি বেছে নিয়েছিলেন মানানসই ব্রালেট। ব্যস তাতেই তাঁকে পড়তে হল ট্রোলিংয়ের মুখে।

2 / 5
দিন কয়েক আগেই ট্রোল্ড হতে হয়েছিল জাহ্নবী কাপুরকে। বলিউডের বিগ বাজেট বিয়েতা সাদা শাড়ির সঙ্গে ব্রালেটে জাহ্নবীকে দেখে চলেছিল নানা আলোচনা। এবার ট্রোল্ড হতেও হল আর এক অভিনেত্রীকে। তিনি বিগবস খ্যাত নিক্কি তাম্বোলি।

দিন কয়েক আগেই ট্রোল্ড হতে হয়েছিল জাহ্নবী কাপুরকে। বলিউডের বিগ বাজেট বিয়েতা সাদা শাড়ির সঙ্গে ব্রালেটে জাহ্নবীকে দেখে চলেছিল নানা আলোচনা। এবার ট্রোল্ড হতেও হল আর এক অভিনেত্রীকে। তিনি বিগবস খ্যাত নিক্কি তাম্বোলি।

3 / 5
অঙ্গ প্রদর্শন করে নাম কিনতে চাইছেন অভিনেত্রী, উঠল এ হেন অভিযোগও। বরাবরই ফ্যাশন নিয়ে বেশ সচেতন নিক্কি তাম্বোলি। তাঁর ইনস্টাগ্রাম ঘুরে দেখলে সে প্রমাণই মেলে।

অঙ্গ প্রদর্শন করে নাম কিনতে চাইছেন অভিনেত্রী, উঠল এ হেন অভিযোগও। বরাবরই ফ্যাশন নিয়ে বেশ সচেতন নিক্কি তাম্বোলি। তাঁর ইনস্টাগ্রাম ঘুরে দেখলে সে প্রমাণই মেলে।

4 / 5
তাই কটাক্ষের শিকার হয়েও খুব একটা হেলদোল নেই তাঁর। ফিগার নিয়েও বেশ সচেতন তিনি। মাঝেমধ্যেই জিমে সময় কাটাতে দেখা যায় তাঁকে।

তাই কটাক্ষের শিকার হয়েও খুব একটা হেলদোল নেই তাঁর। ফিগার নিয়েও বেশ সচেতন তিনি। মাঝেমধ্যেই জিমে সময় কাটাতে দেখা যায় তাঁকে।

5 / 5
সম্প্রতি পার হয়েছে তাঁর জন্মদিন। জন্মদিনেও তিনি ছিলেন উজ্জ্বল। পরেছিলেন এক বডি হাগিং পোশাক। তাঁর টোন্ড শরীরে সেই পোশাক বেজায় মনে ধরেছিল নেটপাড়ার।

সম্প্রতি পার হয়েছে তাঁর জন্মদিন। জন্মদিনেও তিনি ছিলেন উজ্জ্বল। পরেছিলেন এক বডি হাগিং পোশাক। তাঁর টোন্ড শরীরে সেই পোশাক বেজায় মনে ধরেছিল নেটপাড়ার।

Next Photo Gallery