Tollywood Inside: টলিপাড়ায় অনির্বাণ বনাম দেব, একই দিনে ব্যোমকেশ আপডেটে কীসের ইঙ্গিত?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 18, 2023 | 9:56 PM

Tollywood Inside: একটি চরিত্রে, আর সেই চরিত্র নিয়েই সম্মুখ সমরে দুই পরিচালক। বিরসা দাশগুপ্ত ও সৃজিত মুখোপাধ্যায়। দু'জনেই তৈরি করছেন ব্যোমকেশ। এ নিয়ে এর আগে হয়েছে বিস্তর লেখালিখি। বিরসা নাকি সৃজিত-- এগিয়ে কে?

Tollywood Inside: টলিপাড়ায় অনির্বাণ বনাম দেব, একই দিনে ব্যোমকেশ আপডেটে কীসের ইঙ্গিত?
ব্যোমকেশ আপডেটে কি বাজল যুদ্ধঘণ্টা?

Follow Us

 

একটি চরিত্রে, আর সেই চরিত্র নিয়েই সম্মুখ সমরে দুই পরিচালক। বিরসা দাশগুপ্ত ও সৃজিত মুখোপাধ্যায়। দু’জনেই তৈরি করছেন ব্যোমকেশ। এ নিয়ে এর আগে হয়েছে বিস্তর লেখালিখি। বিরসা নাকি সৃজিত– এগিয়ে কে? তা নিয়েও চলেই যাচ্ছে নানা আলোচনা। বিরসার ব্যোমকেশ দেব ওদিকে সৃজিত বেছে নিয়েছেন আবার অনির্বাণ ভট্টাচার্যকে। অনির্বাণ বনান দেবের মাঝেই রবিবার হঠাৎই দুই পরিচালকের দুই ভিন্ন পোস্টে কি বেজেই গেল যুদ্ধঘণ্টা?

আমজনতার মনে হওয়া খানিকটা সেরকমই। একদিকে এ দিন যেমন ব্যোমকেশরূপী দেবকে সামনে এনেছেন দেব-বিরসা। অন্যদিকে এ দিনই সৃজিত, অনির্বাণ ও অজিত-রূপী রাহুলের সঙ্গে ছবি শেয়ার করে জানিয়েছেন, ছবির শুটিং শেষ হল। সঙ্গে আবার দুই অভিনেতার প্রশংসায় পঞ্চমুক পরিচালক। তাঁদের রসায়ন নাকি জমে ক্ষীর– পরিচালকের দাবি অন্তত তেমনটাই।

তবে প্রশ্ন হল, একই দিনে সৃজিত ও দেবের নিজেদের এই ব্যোমকেশ আপডেট কি নিছকই সমাপতন নাকি যুদ্ধ যে শুরু হয়ে গিয়েছে, তা খানিক বুঝিয়ে দেওয়া? নেটিজেন অবশ্য ভোট দিয়েছেন দ্বিতীয়টিতেই। মহাকাব্যেই যে লেখা রয়েছে, “বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী”। এ বছরই দুই ব্যোমকেশের মুক্তি। দুই পরিচালক ও অভিনেতারাও নিজেদের সবটা দিয়ে অভিনয় করেছেন। দু’টিরই শুটিং হয়েছে মধ্যপ্রদেশে, তবে ফাইনালে সিক্সার মারেন কে? তা দেখতেই মুখিয়ে সিনেপ্রেমীরা।

 

Next Article